দিশা এনজিও নিয়োগ
দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দিশা ( ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট ),জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০-০০০২৪) গত ২৮ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
DISHA NGO Job Circular 2023
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | দিশা এনজিও |
ওয়েবসাইট | disabd.org |
শূন্যপদ | ০৩টি |
পদের সংখ্যা | ৩০০ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
বয়সসীমা | ১৮ থেকে ৪৫ বছর |
আবেদনের মাধ্যম | ডাকযোগে /কুরিয়ার |
আবেদনের শেষ তারিখ | ২০ মে ২০২৩ |
দিশা এনজিও নিয়োগ ২০২৩
সংস্থাটি বর্তমানে দেশের ১৯ টি জেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্রঋণ” এর পাশাপাশি কমিউনিটি উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন মূলক শিক্ষা (টেকনিক্যাল ট্রেনিং), কমিউনিটি স্বাস্থ্য কর্মসুচী ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রতিষ্ঠানঃ দিশা এনজিও
পদের সংখ্যাঃ ০৩টি পদে ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
আবেদনের শেষ তারিখঃ ২০ মে ২০২৩ইং
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে নিচের তিনটি পদে আবেদন করতে পারবেন । পদগুলো নিচে দেওয়া হলো
শূণ্যপদঃ সিনিয়র ক্রেডিট অফিসার
পদসংখ্যাঃ ২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন-বিষয়ে মাস্টার্স ডিগ্রী
মাসিক বেতনঃ ১৭,৯৮০ টাকা
শূণ্যপদঃ ক্রেডিট অফিসার (গ্রেড-১)
পদসংখ্যাঃ ২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী
মাসিক বেতনঃ ১৭,৩৪০ টাকা
শূণ্যপদঃ ক্রেডিট অফিসার (গ্রেড-২)
পদসংখ্যাঃ ২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে)
মাসিক বেতনঃ ১৬,৪৪০ টাকা
আরো দেখতে পারেন |
- এনজিও ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023 BRAC NGO
- Indians Visa Free 60 Countries
- Top 5 Institutes in Canada to study fashion design for international students
Disha NGO Job Circular
দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ০৭/১০/২০২১ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম লিখতে হবে ।
নির্বচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা প্রদান করতে হবে।
সংস্থায় কর্মীদের জন্য সিপিএফ, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি, মেডিকেল এন্ড ডেথ বেনিফিট, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা)।
নিয়মিত আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেজবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন |