Rate this post

দিশা এনজিও নিয়োগ

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দিশা ( ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট ),জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০-০০০২৪) গত ২৮ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

DISHA NGO Job Circular 2023

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানদিশা এনজিও
ওয়েবসাইটdisabd.org
শূন্যপদ০৬টি
পদের সংখ্যা৪১০ জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা১৮ থেকে ৪৫ বছর
আবেদনের মাধ্যমডাকযোগে /কুরিয়ার
আবেদনের শেষ তারিখ২০ আগস্ট ২০২৩

দিশা এনজিও নিয়োগ ২০২৩

সংস্থাটি বর্তমানে দেশের ১৯ টি জেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্রঋণ” এর পাশাপাশি কমিউনিটি উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন মূলক শিক্ষা (টেকনিক্যাল ট্রেনিং), কমিউনিটি স্বাস্থ্য কর্মসুচী ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রতিষ্ঠানঃ দিশা এনজিও
দের সংখ্যাঃ ০৬টি পদে ৪১০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
আবেদনের শেষ তারিখঃ ২০ আগস্ট ২০২৩ইং

শূণ্যপদঃ এরিয়া ম্যানেজার(এসপিও)
পদসংখ্যাঃ
১০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা,
বয়সঃ ৪০ বছর ।
মাসিক বেতনঃ ৪০,০০০ টাকা

শূন্যপদঃ শা্খা ব্যবস্থাপক( পিও)
পদসংখ্যাঃ
৪০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তরসহ ২ বছরের অভিজ্ঞতা
বয়সঃ ৩৫ বছর
বেতনঃ ৩২,০০০ টাকা

শূন্যপদঃ সহকারী শাখা ব্যবস্থাপক–কাম-হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ
৬০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতেকোত্তর
বয়সঃ ৩৫ বছর
বেতনঃ ২২,০০০ টাকা

শূন্যপদঃ সিনিয়র ক্রেডিট
পদের সংখ্যাঃ
১০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতেকোত্তর
বয়সঃ ২৪-৩৫ বছর
বেতনঃ ২০,০০০টাকা

শূন্যপদঃ ক্রেডিট অফিসার(১)
পদের সংখ্যাঃ
১০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতেক
বয়সঃ ২৪-৩৫ বছর
বেতনঃ ১৯,০০০টাকা

শূন্যপদঃ ক্রেডিট অফিসার(২)
পদের সংখ্যাঃ
১০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতেক
বয়সঃ ২৪-৩৫ বছর
বেতনঃ ১৯,০০০টাকা

দিশা এনজিও নিয়োগ

আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে নিচের তিনটি পদে আবেদন করতে পারবেন । পদগুলো নিচে দেওয়া হলো

শূণ্যপদঃ সিনিয়র ক্রেডিট অফিসার
পদসংখ্যাঃ
২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন-বিষয়ে মাস্টার্স ডিগ্রী
মাসিক বেতনঃ ১৭,৯৮০ টাকা

শূণ্যপদঃ ক্রেডিট অফিসার (গ্রেড-১)
পদসংখ্যাঃ
২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী
মাসিক বেতনঃ ১৭,৩৪০ টাকা

শূণ্যপদঃ ক্রেডিট অফিসার (গ্রেড-২)
পদসংখ্যাঃ
২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে)
মাসিক বেতনঃ ১৬,৪৪০ টাকা

দিশা-এনজিও
দিশা-এনজিও
আরো দেখতে পারেন

Disha NGO Job Circular

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ০৭/১০/২০২১ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম লিখতে হবে ।

নির্বচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা প্রদান করতে হবে।

দিশা এনজিও নিয়োগ সংস্থায় কর্মীদের জন্য সিপিএফ, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি, মেডিকেল এন্ড ডেথ বেনিফিট, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা)।

নিয়মিত আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেজবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন