টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ ২০২১ Telephone Shilpa Sangstha Job Circular2021: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-এর আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর শূন্য পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিচে বর্ণিত শর্তে অনলাইন ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Telephone Shilpa Sangstha Job Circular 2021

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা সকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানটেলিফোন শিল্প সংস্থা লিমিটেড
শূন্যপদ১৭ টি
পদের সংখ্যা ৫৯জন
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/ স্নাতকোত্তর
বয়স১৮-৪৫ বছর
আবেদনের মাধ্যম অনলাইন
ওয়েবসাইটtss.com.bd
আবেদনের শেষ তারিখ৩০ সেপ্টেম্বর ২০২১

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ ২০২১

শূণ্যপদঃ কোম্পানি সচিব
পদের সংখ্যাঃ
০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/এমবিএ ও ১০ বছরের কর্ম অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ৫৫৯০০-৮৬০৫১ টাকা

শূণ্যপদঃ উপ মহাব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যাঃ
০৩ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে স্নাতক (বাণিজ্য)/স্নাতকোত্তর (বাণিজ্য) ডিগ্রি
বেতন স্কেলঃ ৫৫৯০০-৮৬০৫১ টাকা

শূণ্যপদঃ উপ মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
দের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক
বেতন স্কেলঃ ৫৫৯০০-৮৬০৫১ টাকা

শূণ্যপদঃ প্রোগ্রামার
পদের সংখ্যাঃ
০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক ও সফটওয়্যার ও এপস এ ৪ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ৪৬১৫০-৭৬৮৩৬ টাকা

শূণ্যপদঃ সহকারি প্রোগ্রামার
দের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক ও সফটওয়্যার এ অভিজ্ঞতা আবশ্যক
বেতন স্কেলঃ ২৮৬০০-৬৫৫৪৪ টাকা

শূণ্যপদঃ সহকারি ব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যাঃ
১১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক/কম্পিউটার সায়েন্স, ইসিই, ইটিই বিষয়ে স্নাতক
বেতন স্কেলঃ ২৮৬০০-৬৫৫৪৪ টাকা

শূণ্যপদঃ সহকারি ব্যবস্থাপক (সাধারণ)
দের সংখ্যাঃ ১১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতক/এমবিএ
বেতন স্কেলঃ২৮৬০০-৬৫৫৪৪ টাকা

শূণ্যপদঃ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
পদের সংখ্যাঃ
১৮+১+২+১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/বিবিএ/ডিপ্লোমা
বেতন স্কেলঃ ২০৮০০-৪৭৬৬৩ টাকা

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ ২০২১ সার্কুলার

শূণ্যপদঃ কনিষ্ঠ হিসাব রক্ষক
পদের সংখ্যাঃ
০২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (বাণিজ্য বিভাগ) ও দুই বছরের অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ১৪৬৯০-৩৩৬৫৯ টাকা

শূণ্যপদঃ কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ
০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান বিভাগ) ও কম্পিউটার বিষয়ে ০১ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ১৩২৬০-৩০৩৮০ টাকা

শূণ্যপদঃ অফিস সহকারি ও বিক্রয় সহকারি
পদের সংখ্যাঃ
২+৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিভাগে এইচএসসি পাশ ও ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ১৩২৬০-৩০৩৮০ টাকা

শূণ্যপদঃ টেকনিশিয়ান
পদের সংখ্যাঃ
০৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ
বেতন স্কেলঃ ১২০৯০-২৭৬৯৭ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ scaled

আবেদন শুরুর তারিখঃ ১০ আগস্ট ২০২১
আবেদনের ঠিকানাঃ tss.teletalk.com.bd

আবেদন শেষের তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২১

আরো দেখতে পারেন

অন্যান্য শর্তাবলী

বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ বিবেচ্য হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থী এসএসসি উত্তীর্ণ না হলে জন্ম নিবন্ধন সনদ বয়সের প্রমাণক হিসাবে গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে ১০/০৮/২০২১ তারিখের বয়স বিবেচনা করা হবে।

টেশিসের নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারী বিভাগীয় প্রার্থী মর্মে বিবেচিত হবেন। ০১ – ০৪ নং ক্রমিকের বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থী এবং ০৫ -১৭ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ বছর শিথিলযোগ্য।

নিয়মিত আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেজবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন

About ApplyForJob

Check Also

রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২৩

রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২৩

রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২৩- ১টি পদে লোক নিচ্ছে ২০২৩ সনের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *