এসএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহ

এসএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

এসএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহঃ এসএসসি ২০২১ সালের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান। কোভিড-১৯ অতিমারির কারনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়কৃত ২০২১ সালের সকল এসএসসি পরিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসুচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। সকল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সকল প্রকার বিধি নিষেধ অনুসরন করতে বলা হয়েছে। প্রতি সপ্তাহের মতো এই ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে । এসএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহ। বিস্তারিত দেখুন ।

SSC physics Assignment Answer 5th week

কোভিড-১৯ মহামারীর কারনে, মাউশির নির্দেশনা অনুযায়ী এসএসসি ২০২১ সালের সকল শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে নির্দিষ্ট কিছু বিষয়ের মোট ২৫ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি সপ্তাহের বিষয় নির্বাচন হবে গ্রিড অনুযায়ী। ৫ম সপ্তাহে তিনটি বিভাগের জন্য মোট ৮টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট নির্ধারন করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতের উপর অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট নির্ধারন করা হয়েছে। বিষয় দুটি হলো ব্যবসায় উদ্যোগ ও হিসাববিজ্ঞান।

এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ এবং পৌরনীতি ও নাগরিকতা এই তিনটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। নিচে সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও প্রশ্নের সমাধান পাওয়া যাবে।

এসএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহ

উচ্চতর-গনিত
পদার্থ-বিজ্ঞান.

পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট


পদার্থবিজ্ঞান বিষয়টি বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামুলক বিষয়। বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকেই তাদের ৫ম সপ্তাহের পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট জমা দিতে হবে। এই ৫ম সপ্তাহের জন্য এনসিটিবি কর্তৃক পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় (কাজ, ক্ষমতা ও শক্তি) এর উপর প্রদান করা হয়েছে। এখানে এসএসসি ৫ম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন এবং সমাধান পাবেন।

৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১

এবার আমরা উপরোক্ত প্রশ্নসমূহ অনুসরণ করে এবং নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে এসএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর লেখা শুরু করবো। তোমরা মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ে নাও তাতে তোমাদের

এসএসসি পরীক্ষা ২০২১ বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পঞ্চম সপ্তাহের ৩য় অ্যাসাইনমেন্ট এর উত্তর বা সমাধান লেখা সহজ হয়ে যাবে।

আমরা প্রতিটি প্রশ্নের ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করবো যাবে তোমরা অ্যাসাইনমেন্ট উত্তরপত্রে খুব ভালোভাবে উত্তরগুলো লিখতে পারো। তোমাদের জন্য এটি একটি নমুনা উত্তরমাত্র। অ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই নিচের স্বকীয়তা ও সৃজনশীলতা বজায় রাখার চেষ্টা করবে।

এসএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর

নবায়নযোগ্য শক্তির গল্প

নিচে ধারাবাহিকভাবে নবায়নযোগ্য শক্তির গল্প – এসএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান বা উত্তগুলো দেখে নাও এবং খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখো।

স্তর: এসএসসি পরিক্ষা ২০২১,

বিভাগ: বিজ্ঞান,

বিষয়: পদার্থ বিজ্ঞান,

বিষয় কোড: ১৩৬,

মোট নম্বর: ১০,

অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

চতুর্থ অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: কাজ, ক্ষমতা ও শক্তি

অ্যাসাইনমেন্ট শিরোনাম: নবায়নযােগ্য শক্তির গল্প

জলবিদ্যুৎ হলাে অন্যতম প্রাচীন শক্তি উৎস বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানাে যায়। টি একটি জলবিদুৎ কেন্দ্র দেখানাে হলাে।

জলবিদুৎ কেন্দ্র

কেন্দ্র
জলবিদুৎ কেন্দ্র চিত্র

ক) চিত্রের কোন অবস্থানে জলের অন্যনতম বিভব শক্তি রয়েছে?

৩০ মিনিটের মধ্যে পানি 5.0 x 10° J শক্তি হারায় এবং 4.5 x 10 J বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে;

খ) শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় কর;

গ) বৈদ্যতিক শক্তি 4.5 x 10 J কে ওয়াট(W এককের মাধ্যমে প্রকাশ কর;

ঘ) বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ কর;

ঙ) জলবিদ্যৎ কী ধরনের শক্তি? এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভ বর্ণনা করে একটি চার্ট তৈরি কর;

শিখনফল/ বিষয়বস্তু:

ক) অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচনায় শক্তির প্রধান উৎসসমূহের অবদান বিশ্লেষণ করতে পারব;

খ) ক্ষমতা ব্যাখ্যা করতে পারব;
গ) কর্মদক্ষতা পরিমাপ করতে পারব;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) পাঠ্য বইয়ের ১১০-১১২ পৃষ্ঠায়বর্ণিত অংশ অনুসরণ করতে হবে;

খ) পাঠ্য বইয়ের ১১৯-১২০ পৃষ্ঠায়বর্ণিত অংশ অনুসরণ করতে হবে;

HSC 2021 পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান শুরু

শিরোরােনাম: নবায়নযােগ্য শক্তির গল্প

ক) চিত্রের কোন অবস্থানে জলের নূন্যতম বিভব শক্তি রয়েছে?

উত্তর: চিত্রে টারবাইন হাউজে পানির নূন্যতম বিভব শক্তি রয়েছে।

খ) শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় কর।

উত্তর: ড্যাম তৈরী করে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনকে ঘােড়ানাে হয়ে থাকে। এর মাধ্যমে টারবাইন বিদ্যুৎ শক্তি তৈরী করে। পানির এই বিভবশক্তিকে ইনপুট হিসেবে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করা হয়।

পদার্থ বিজ্ঞান খ এবং গ নং উত্তর 1

ঘ) বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর:
বাংলাদেশের পরিবেশের উপরে জলবিদ্যুৎ কেন্দ্রের কিছু প্রভাব পরিলক্ষিত হয়। এর অর্থনৈতিক গুরুত্ব নিম্নে আলােচনা করা হলাে:

পরিবেশের উপরে জলবিদ্যুৎ কেন্দ্রের ভালাে প্রভাব সমূহ:

১। এটা এক প্রকার নবায়নযােগ্য শক্তির উৎস

২। এর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব

৩। ভূ-গর্ভস্থ পানির পরিমাণ বৃদ্ধির সম্ভবনা হয়।

৪। এই কেন্দ্রের প্রভাবে আর্থ-সামাজিক পরিবেশের উন্নয়ন হয়।

৫। এই ধরনের প্রকল্প স্বাভাবিকভাবে ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিতি পায়।

৬। পারিপার্শ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে।

পরিবেশের উপরে জলবিদ্যুৎ কেন্দ্রের খারাপ প্রভাব সমূহ:

১। ভূ-মধ্যস্থ টেক্টনিক প্লেটের উপরে প্রতিক্রিয়ায় ভূমিকম্পের প্রভাব।

২। পর্যাপ্ত পরিমাণে আল্সট্রীমে বৃষ্টিপাত না হলে ড্যাম অকার্যকর হয়ে যায়।

৩। যে পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় তার পরিমাণ অন্যান্য উৎসের তুলনায় অনেক কম।

৪। অনেক ব্যয় বহুল প্রকল্প

৫। দূর্ঘটনায় এলাকা প্লাবিত ও আর্থসামাজিক বিপুল ক্ষতির সম্ভাবনা থাকে।

ঙ) উত্তরঃ পদার্থ বিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২১

পদার্থ বিজ্ঞান ঙ নং উত্তর
এসএসসি-পদার্থ-বিজ্ঞান-ঙ-নং-উত্তর
পদার্থ বিজ্ঞান ঙ নং উত্তর
এসএসসি-পদার্থ-বিজ্ঞান-উত্তর

এসএসসি সকল এসাইনমেন্ট উত্তর ৫ম সপ্তাহ

প্রিয় এসএসসি ২০২১ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে৷ নিচে ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক দেওয়া হলো ভালো করে দেখে নিন

৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয়উত্তর/সমাধান লিংক
পদার্থবিজ্ঞানউত্তর লিংক
উচ্চতর গণিতউত্তর লিংক
রসায়নউত্তর লিংক
ব্যবসায় উদ্যোগউত্তর লিংক
হিসাববিজ্ঞানউত্তর লিংক
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাউত্তর লিংক
ভূগোল ও পরিবেশউত্তর লিংক
পৌরনীতি ও নাগরিকতাউত্তর লিংক

About ApplyForJob

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *