সিম রেজিষ্ট্রেশন বাতিল
সিম রেজিষ্ট্রেশন বাতিল করার পদ্ধতি Sim Card Registration Cancel System: সিম রেজিষ্ট্রেশন নিয়ে গুরুত্বপুর্ন তথ্য সম্পর্কে আজকের এই আলোচনা কিভাবে আপনি আপনার হারানো বা অন্র কেউ চালানো সিমটি রেজিষ্ট্রেশন বাতিল করবেন । কেননা এটি একটি গুরুত্বপুর্ন বিষয় , এমনও হতে পারে আপনার রেজিষ্টেশনকৃত সিমটি অন্য কেউ চালালে সেটি দিয়ে কোন ধরনের খারাপ কাজ করলে আপনাকেই এর দায়ভার নিতে হবে । তাই বিষয়টি খুবই গুরুত্বর সহিত জানুন এবং এর সম্পর্কে বিস্তারিত দেখুন ।
Sim Card Registration Cancel System
সিম কার্ড বাতিল করার নিয়ম সম্পর্কে এখানে বিস্তারিত জানুন । অনেক সময় দেখা যায় একজনের আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা সিম অন্য জন ব্যবহার করছে । কিন্তু আপনি জানেন না । এই কাজগুলো হয় মূলত অজান্তে । কখনো দেখা যায় আপনি সিম কিনতে গিয়ে আপনার আইডি কার্ড দিয়ে একাধিক সিম রেজিষ্ট্রশেন করে নিলো কিন্তু আপনি জানলেন না । সেই সিমটি আবার অন্য কারো কাছে বিক্রি করে দিলো । এ ধরনের ঘটনা ঘটতে পারে আপনাদের সাথেও । তাই সিম রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন ।
সিম রেজিষ্ট্রেশন বাতিল করার নিয়ম
আপনি কি আপনার আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশনকৃত অজানা সিমগুলো বন্ধ করে দিতে চাচ্ছেন ? বা বাতিল করতে চাচ্ছেন?: তাহলে সঠিক জায়গায় এসেছেন । এখানে আমরা আজকের আলোচনার মূল বিষয় সিম রেজিষ্ট্রেশন বাতিল কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছি । নিচের লেখনি থেকে বিস্তারিত দেখুন ।
সিম কার্ড রেজিষ্ট্রেশন বাতিল করা প্রয়োজনীয়তা
মূলত আপনি সিম রেজিষ্ট্রেশন বাতিল করবেন কেন ? বা আপনার কি প্রয়োজনীয়তা আছে সিম কার্ড রেজিষ্ট্রেশন বাতিল করার ? হুম অবশ্যই আছে । কারণ আপনার আইডি কার্ড দিয়ে কোন সিম রেজিষ্ট্রেশন হলে আবার সেই সিমটি অন্য কেউ ব্যবহার করলে সে যদি কোন ধরনের অপরাধমূলক কাজ করে থাকে সেই সিমটি দিয়ে তাহলে আিইন শৃংখলা বাহিনী কিন্তু আপনাকেই ধরবে ।
কেননা আপনার আইডি কার্ড দিয়েই সেই সিমটি রেজিষ্ট্রেশন করা হয়েছে । তিই এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা থেকে এড়াতে আপনার আইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিষ্ট্রেশন করা আছে সেগুলো দেখে নিন এবং আপনার কাছে ব্যতিত কোন সিম আপনার আইডি কার্ড দিয়ে করা থাকলে সেগুলো দ্রুত বাতিল করে দিন ।
সিম রেজিষ্ট্রেশন বাতিল করার উপায়
বর্তমান সময়ে একজন ব্যাক্তি নির্ধারিত সংখ্যার উপরে আর সিম রেজিষ্ট্রেশন করতে পারবেন না । সিম রেজিষ্ট্রেশন করার পর যদি মনে হয় আপনি আপনার এই সমস্ত সিমগুলো বাতিল করবেন । তাহলে করতে পারবেন খুব সহজেই । অথবা আপনার রেজিষ্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করলে সেটি তো বন্ধ অবশ্যই করতে হবে ।
সেক্ষেত্রে আপনাকে উক্ত সিমের কাস্টমার কেয়ার এ কথা বলে বন্ধ করে দিতে পারবেন । সেখানে আপনার সিমের যাবতীয় তথ্য জানতে চাইবে সঠিক তথ্য দিয়ে সেখানে কাাস্টমার প্রতিনিধিদের সাথে কথা বলে আপনি আপনার সিম বাতিল করতে পারবেন । এবং আপনি চাইলে আপনার ফোন থেকে কিছু নির্ধারিত সংখ্যা ডায়ার করলে আপনার কাছে কিছু অপশন আসবে সেই উপায় অবলম্বন করেও সিম আরে রেজিষ্ট্রেশন বাতিল করতে পারবেন ।
Sim Card Registration Cancel
আপনার রেজিষ্ট্রেশন করা সিম যেন আপনার গলার কাটা হয়ে না দ্বারায় সেদিকটি বিবেচনা করে আপনার নাগালের বাইরে থাকা সিমগুলো কিন্তু আপনার আইডি দিয়েই রেজিস্ট্রেশন করা এই সমস্ত সিম বাতিল করে দিন । কিভাবে বাতিল করবেন সেই পদ্ধতি অলরেডি আমরা তার একটি উপায় বলে দিয়েছি উপরের লেখনির মাধ্যমে । এবার আর একটি উপায় বা নিয়ম সম্পর্কে বলবো ।
আপনি আপনার রেজিষ্ট্রেশন করা সিম বাতিল করতে পারবেন আর একটি কৌশল অবলম্বন করে । সেটি হলো আপনাকে আপনার ফোনে *1600# ডায়াল করতে হবে এবং আপনাকে আপনার আইডি কার্ডে শেষ ৪ ডিজিট বা সম্পুর্ন আইডি নাম্বার চাইলে সম্পুর্নটাই দিতে হবে । এরপরে আপনাকে ম্যাসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই সিমটি আপনার এই আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন আছে কি না ।
হারানো সিম বন্ধ করুন
আমাদের মাঝে অনেকেই আছে যার সিম হারিয়ে গেছে বা মোবাইল ফোন সহ সিম হারিয়ে ফেলেছে । সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন । এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন । আপনার সাথে এ ধরনের ঘটনা হলে আপনি আপনার মোবাইল ফোনে থাকা সিমটি নাম্বার নিয়ে দ্রুত সিম অপারেটর বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিমটি বাতিল করে দিতে পারবেন । এছাড়াও আপনার সিমটি খুব প্রয়োজনীয় হলে কোন সিম অপারেটর এর দোকান থেকে আপনাকে উক্ত নাম্বারের সিমটি রিপ্লেজমেন্ট করে নিতে হবে । রিপ্লেজ করে নিলে আপনার সিম ঔটােই থাকলো কিন্তু আপনার কাছে সিমটি চলে এলো । সেই যে সিমটি আপনি হারিয়েছেন সেটি এখন কেউ পেলেও কোন কাজ হবে না সেই সিমটি দিয়ে । সেটি এখন অকেজো অবস্থায় থাকলো ।
সিম রেজিষ্ট্রেশন বাতিল
আমরা যে সমস্ত অপারেটর এর সিমগুলো ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে নিচে দেওয়া সিমগুলোই বেশি ব্যবহার করে থাকি । আর আপনার সিমের বাতিল করার প্রয়োজন হলে আপনি কিভাবে বুঝবেন আপনার সিমটি কোন আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা আছে । এটি হলো প্রধান কথা । আপনার জানা না থাকলে সিমটি বাতিল করতে পারবেন না । এজন্য আপনাকে নিচের নিয়মগুলো অবলম্বন করতে হবে । এবং আপনি শিয়র হয়ে নিবেন যে এই সিমটি আমি বাতিল করতে চাই এটি আমার আইডি দিয়েই রেজিষ্ট্রেশন করা ।
যেমন;
রবি সিম রেজিষ্ট্রেশন চেক
জিপি সিম রেজিষ্ট্রেশন চেক
বাংলালিংক সিম রেজিষ্ট্রেশন চেক
এয়ারটেল সিম রেজিষ্ট্রেশন চেক
টেলিটক সিম রেজিষ্ট্রেশন চেক
এ ধরনের সিম অপারেটর এর যেকোন সিম হলে আপনাকে আগে *১৬০০# দিয়ে ডায়াল করে দেখতে হবে আপনার সিমটি কোন আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা আছে । এটি কন্ফার্ম হলে আপনি কাস্টমার কেয়ার অথবা সেখানে গিয়ে আপনার সিমের রেজিষ্ট্রেশন বাতিল করতে পারবেন ।
সিম রেজিষ্ট্রেশন বাতিল করতে কি কি লাগে
সিম রেজিষ্ট্রেশন বাতিল করতে হলে কি কি প্রয়োজন এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত । কোন ধরনের টাকা পয়সা লাগে কি না । কাউকে কোন ধরনের ভ্যাট দিতে হয় কি না । না এরকম কোন কিছুই দিতে হয় না । কোন টাকা লাগে না । আপনি যে সিমটি বাতিল করবেন সেই সিমের নাম্বারটি যেন সঠিক থাকে এবং আপনার সিমটি যার আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা আছে সেই ব্যক্তির আইডি কার্ডটি এবং সেই ব্যক্তিকে লাগবে ।
কেননা যার আইডি কার্ড সেই ব্যক্তির সাথে কাস্টমার কেয়ার এর প্রতিনিধি কথা বলতে চাইতে পারে । তার কাছে অনুমতি নিতে পারে যে আপনি কি সিমটি বাতির কররতে চাচ্ছেন নাকি অন্য কোন ঝামেলা আছে । এ ধরনের কিছু সঠিক তথ্য আপনাকে দিতে হবে । এরপরে আপনার সিমটির রেজিষ্ট্রেশন বাতিল করা হবে ।
সিম রেজিষ্ট্রেশন বন্ধ করার পদ্ধতি
দুটি উপায়ে সিম রেজিষ্ট্রেশন আপনি বাতিল করতে পারবেন । আপনাকে সিম বাতিল করার ক্ষেত্রে দুটি পদ্ধতি মাথায় রাখতে হবে । যেকোন অপারটের এর সিম হোক না কেন এই পদ্ধতি বেছে নিয়ে আপনার অপ্রয়োজনীয় সিমগুলো বাতিল করতে পারবেন । নিচে সেই দুটি উপায় দেখুন ।
(১) কাস্টমার কেয়ার এ কল করার মাধ্যমে
(২) কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে ।
এই দুটি উপায়ে আপনি আপনার সিম রেজিষ্ট্রেশন বাতিল করতে পারবেন বা কাস্টমার কেয়ারে অনুরোধ করতে পারবেন । তাদের অনুমতিতে আপনার সিমটির তথ্য মিলিয়ে দেখে সিম বাতিল করে দিতে পারবে ।
(১) কাস্টমার কেয়ার এ কল করার মাধ্যমে: আপনার সিমের অপারেটর হিসাবে কাস্টমার কেয়ারে কর করার মাধ্যমে কাস্টমার প্রতিনিধিদের সাথে কথা বলে সিমের রেজিষ্ট্রেশন এর এনআইডি কার্ড এর তথ্য জন্ম তারিখ এবং আইডি কার্ডের ব্যক্তিটি উপস্থিত থেকে কথা বললে ভালো হয় । এভাবে আপনার সঠিক তথ্য কাস্টমার কেয়ারে দিয়ে তাদের সাখে কথা বলে আপনার সিমের রেজিষ্ট্রেশন বাতিল করতে পারবেন ।
(২) কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে: এই পদ্ধতি ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন বাতিল করা ভালো । এজন্য আপনাকে সিমের সঠিক নাম্বার এবং এনআইডি নিয়ে চলে যান কাস্টমার কেয়ারে । সেখানে গিয়ে আপনাদের সিম বাতিল করার জন্য বলুন এবং আপনার সিমটি যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই ব্যক্তির আইডি কার্ডের ফটোকপি দিতে হবে । এবং আপনার সঠিক তথ্য সেখানে উপস্থাপন করতে হবে । এরপরে তারা বায়োমেট্রিক করে আপনার তথ্য মিলে গেলে আপনার সিমটি বাতিল করার অনুমতি দিবেন ।
অতিরিক্ত সিম বাতিল করার উপায়
উপরের দেওয়া তথ্য অনুযায়ী একজন ব্যক্তি তার অপ্রয়োজনীয় সিম বা হারিয়ে যাওয়া বা অন্য কেউ ব্যবহার করছে এ ধরনের সিমগুলোর রেজিষ্ট্রেশন বাতিল করতে পারবেন । তাই আপনার এ ধরনের কোন সমস্যা হলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে আপনার সিমের রেজিষ্ট্রেশন বাতিল করতে পারবেন খুব সহজেই ।
সবশেষে এই ওয়েবসাইট ঠিকানায় আপনাদের নিয়মিত ভিজিট করার মাধ্যমে এ ধরনের গুরুত্বপূর্ন তথ্য দেখার অনুরোধ জানিয়ে আমাদের আজকের আলোচনার সমাপ্তি ঘটাবো । নিয়মিত এ ধরনের নতুন নতুন তথ্য পেতে হলে আমাদের ঠিকানায় ভিজিট করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ।