বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (BSC Job Circular 2022) জাহাজ বহর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে
Shiping Corporation Job Circular
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা সমূহ | সকল জেলা |
নিয়োগ দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ শিপিং কর্পোরেশন |
শূণ্যপদ | ০২ টি |
পদসংখ্যা | ১২জন |
শিক্ষাগত যোগ্যতা | মেরিন একাডেমি সার্টিফিকেট |
ওয়েবসাইট | bsc.gov.bd |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন শুরুর তারিখ | ৩১ মার্চ ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ১৩ এপ্রিল ২০২২ |
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিম্নলিখিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পূরণযোগ্য পদের নাম , শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন।
আরও দেখুন |
- After Carson Wentz’s “unprofessional” chat with a reporter, Commanders’ president threatens to limit access.
- Trump is being looked into by the FBI for possible obstruction of justice and violations of the Espionage Act, according to a search warrant.
- The good news about Apple’s reported price increase for the iPhone 14 Pro
- Latest News: For financial reasons, Peloton will increase pricing and eliminate almost 800 employees.
- An executive from Samsung outlines the significance of the company’s folding phones to its business.
আবেদনকারীকে আবেদন ফরম পূরণ করে আগামী ২৭-০৪-২০২১ তারিখের মধ্যে “মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম-এর বরাবর পৌছাতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত তারিখে/সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি বিএসসির ওয়েব সাইট এর ফরম সেকশনে পাওয়া যাবে।
শিপিং কর্পোরেশন জব সার্কুলার ২০২২
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেটের সত্যায়িত কপি
(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি
(গ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি ও সিডিসি এর সত্যায়িত কপি।
আবেদনপত্র ও খামে পদের নাম উল্লেখের ক্ষেত্রে ডেক ক্যাডেট অথবা ইঞ্জিন ক্যাডেট/ ক্যাডেট ইঞ্জিনিয়ার) লিখতে হবে। আগামী ১৩-০১-২০২২ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহনযোগ্য হবে না। সাক্ষাৎকার গ্রহণের সময় সকল ধরণের সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। কোন প্রকান টিএ /ডিএ প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ সরকারী বিধি -বিধানের সাথে সাংঘর্ষিক নয় এমনভাবে কোন শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণ, বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন
নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তি/প্রার্থীকে ০১ (এক) বছরের জন্য শিক্ষানবিস থাকতে হবে। বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কম/বেশি বা বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
সারসংক্ষেপ