সার্ক (SAARC) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সার্ক (SAARC) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান দক্ষিণ এশীয় আঞ্চলিক স্ট্যান্ডার্ডস সংস্থায় (এসএআরএসও) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে তিন বছরের চুক্তিভিত্তিক একাধিক জনবল নেওয়া হবে। আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।

SAARC Job Circular 2021

চাকরির ধরন চুক্তিভিত্তিক চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানসার্ক (SAARC)
মোট পদ৩টি
পদের সংখ্যা৩জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/এমএস/এমবিএ/এমকম
আবেদনের বয়সসীমা৩৫ বছর
আবেদনের শেষ তারিখ২০ ডিসেম্বর ২০২১

SAARC বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: সিনিয়র ফাইন্যান্স অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমকম/এমবিএসহ আট বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: ২৪১ মার্কিন ডলার (২০,৬৭৮ টাকা প্রায়)। এ ছাড়া বাসাভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানের পড়াশোনার সহায়তা ও উৎসব বোনাস দেওয়া হবে।

পদের নাম: এমআইএস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটারবিজ্ঞান/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসে এমএস/এমএসসিসহ আট বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: ২৪১ মার্কিন ডলার (২০,৬৭৮ টাকা প্রায়)। এ ছাড়া বাসাভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানের পড়াশোনার সহায়তা ও উৎসব বোনাস দেওয়া হবে।

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১৮৫ মার্কিন ডলার (১৫,৮৭৩ টাকা প্রায়)। এ ছাড়া বাসাভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানের পড়াশোনার সহায়তা ও উৎসব বোনাস দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী যোগ্য প্রার্থীদের da@sarso.org এবং da@sarso.org.bg ঠিকানায় সিভি পাঠাতে হবে।
সিভি পাঠানোর শেষ তারিখ: ২০ ডিসেম্বর, ২০২১

এছাড়াও দেখতে পারেন

About ApplyForJob

Check Also

টিএমএসএস এনজিও জব সার্কুলার 2023

টিএমএসএস এনজিও জব সার্কুলার 2023

টিএমএসএস এনজিও জব সার্কুলার 2023 টিএমএসএস এনজিও জব সার্কুলারঃ বর্তমানে TMSS এর টিএমএসএস জাতীয় পর্যায়ের …