RIDISA NGO Job Circular 2021: রিডিসা বাংলাদেশ এনজিওতে মোট ০৫ পদে মোট জনবল নিয়োগ দিবে ৯৫ জন। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ হতে এনজিও চাকরি আগ্রহী প্রার্থীদের আবেদনের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়েছে রিদিসা এনজিও কর্তৃপক্ষ।
রিসডা-বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, সৌর বিদ্যুৎ, স্কুল ফিডিং ও মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। শরীয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে জনবল নিয়ােগের জন্য নিম্ন বর্ণিত পদে দক্ষ, পরিশ্রমী ও শরীয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
রিডিসা বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির ধরণ | এনজিও চাকরি |
এনজিও প্রতিষ্ঠান | রিডিসা এনজিও বাংলাদেশ |
মোট পদ | ০৫ টি পদ |
শুন্য পদ | ৯৫ জন |
আবেদন প্রক্রিয়া | ডাকয়োগে/কুরিয়ার |
শিক্ষাগত যোগ্যতা | HSC হতে স্নাতক পাশ |
আবেদনের শেষ সময় | ৩১ আগস্ট ২০২১ ইং |
ওয়েবসাইট | risda.org.bd |
এলাকা ব্যবস্থাপক- ৫ জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর/সমমান।
বেতন: সংস্থার বিধি মােতাবেক ৩৫,০০০ টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শাখা ব্যবস্থাপক- ১৫জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/সমমান।
বেতনঃ সংস্থার বিধি মোতাবেক ২৫,০০০ টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর।
অডিট অফিসার- ৫ জন
শিক্ষাগত যােগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতক/সমমান।
বেতন: সংস্থার বিধি মােতাবেক ২৫,০০০ টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর।
ক্রেডিট অফিসার(গ্রেড-১)- ২০ জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান।
বেতন: সংস্থার বিধি। মােতাবেক ১৬,৩১৬/- টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৩৫ বৎসর।
ক্রেডিট অফিসার(গ্রেড-২)- ৫০ জন
শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি/সমমান।
বেতন: সংস্থার বিধিমােতাবেক ১৫,২৯১/- টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।
সাম্প্রতিক সকল চাকরির খবর
- Fully Funded Scholarships without GRE in 2023
- Dhaka South City Corporation DSCC Job Circular 2023
- USA TechGirls Exchange Program 2023
- DPDC Job Circular 2023 Apply Now
- SS Power I Ltd Job Circular 2023
NGO Chakrir Khobor 2021
এনজিওতে চাকরির আবেদনের শর্তাবলীসমূহ:
১, ২ ও ৩ নং পদের প্রার্থীকে মােটর সাইকেল চালনায় পারদর্শী ও বৈধ মােটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
৪ ও ৫ নং পদের প্রার্থীদের বাই সাইকেল চালনায় অভিজ্ঞ ও কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। উল্লেখিত পদের জন্য মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরি বিধিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, যাতায়াত ভাতা, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও নির্দিষ্ট পদের জন্য মােটর সাইকেল জ্বালানি এবং বিনা ভাড়ায় আবাসন সুবিধা প্রাপ্য হবেন।
সংস্থার বিধি মােতাবেক ১ হতে ৫ নং পদের। নির্বাচিত প্রার্থীদের জন্য ১০,০০০/- জামানত/সিকিউরিটি (কমপক্ষে ১ বছর সংস্থায় চাকুরি করা সাপেক্ষে ফেরতযােগ্য) সংস্থায় জমা রাখতে হবে এবং বাবা/নিকট আত্নীয় দ্বারা জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১ আগষ্ট ২০২১ ইং তারিখের মধ্যে সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মােবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত আবেদন পত্র ও পূর্ণ জীবন বৃত্তান্ত ব্যবস্থাপক মানবসম্পদ বিভাগ, রিসডা-বাংলাদেশ, বাড়ি #২৬, রােড #0২, ব্লক-সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা বরাবর ডাক/ সুন্দরবন কুরিয়ার যােগে প্রেরণ করতে হবে।
এনজিও রিডিসা নিয়োগ ২০২১
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনপত্রের সাথে সকল পদের জন্য “রিসা বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম” শিরােনামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর মিরপুর শাখার অনুকূলে ২০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, রিসডা-বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিটির সংশােধন/সংযােজনসহ বাতিল করার ক্ষমতা রাখে। বিদ্রঃ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
যােগাযোগ: মােবাইলঃ ০১৭৭৭৭৬৫৪৪৪, ০১৭৭৭৭৬৫৩৮০, ০১৭৭৭৭৬৫৩৯৪। Email: info@risda.org.bd, risda.bangladesh@yahoo.com, Website: www.risda.org.bd
2 comments
Pingback: All NGO Jobs Circular 2021 - সকল এনজিও চাকরির খবর - Apply For Jobs
Pingback: বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১