রংপুর মেরিটোরিয়াস কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
রংপুর মেরিটোরিয়াস কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিঃ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি, মেরিটোরিয়াস পাবলিক কলেজ এ রংপুরে চাকরির খবর, একাধিক পদে প্রভাষক ও কর্মচারি নিয়োগ দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি। নিচে যোগ্যতা সাপেক্ষে আবেদন করার আহবান জানিয়েছে নিয়োগ কর্তৃপক্ষ। শিক্ষক/প্রভাষক থেকে শুরু করে একাধিক পদে অসংখ্য কর্মী ও কর্মচারি নিয়োগ দিতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
Rangpur Job Circular 2021
চাকরির ধরণ | বেসরকারি চাকরি |
শিক্ষা প্রতিষ্ঠানের নাম | মেরিটোরিয়াস পাবলিক কলেজ |
মোট পদ সংখ্যা | ৪৫ জন |
বয়স | সর্বোচ্চ ৪৫ বছর |
আবেদনের মাধ্যম | কুরিয়ার/ডাকযোগে |
আবেদনের শেষ সময় | ১২ অক্টোবর ২০২১ |
মেরিটোরিয়াস পাবলিক কলেজ, রংপুর-এর জন্য নিম্নবর্ণিত শর্তে পার্শে উল্লেখিত সংখ্যক পদে নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী/পুরুষ/মহিলা/অন্যান্য নাগরিকগণের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
রংপুর জব সার্কুলার – শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি
এছাড়াও দেখতে পারেন |
আবেদনের ঠিকানা
কোবন্দ কমপ্লেক্স (পুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর পশ্চিম মেইন গেট থেকে ১৫০ গজ উত্তরে), ধাপ কেল্লাবন্দ, রূপুর। মােৰাইলঃ ০১৫৭৫০২৬৮০২। E-mail-mpcrp2020@gmail.com, fb-mpcTp2020
পদের নাম: প্রভাষক
বিষয়: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রতিটি বিষয়ে ২ জন করে নিয়োগ করা হবে।)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক থাকতে হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে সমমানের পদে ০২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধীকার।
বাংলা প্রভাষক | ২ জন |
ইংরেজি | ২ জন |
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি | ২ জন |
বিজ্ঞান শাখায় বেসরকারি কলেজে নিয়োগ
পদার্থ প্রভাষক | ২ জন |
রসায়ন | ২ জন |
গণিত | ২ জন |
উদ্ভিদ বিজ্ঞান | ২ জন |
প্রাণি বিজ্ঞান | ২ জন |
মানবিক শাখায় মহাবিদ্যালয়ে প্রভাষক জব সার্কুলার
অর্থনীতি | ২ জন |
পৌরনীতি | ২ জন |
যুক্তিবিদ্যা | ২ জন |
ইসলামের ইতিহাস | ২ জন |
ইতিহাস | ২ জন |
ইসলাম শিক্ষা | ২ জন |
সমাজ বিজ্ঞান | ২ জন |
বাণিজ্য শাখায় প্রভাষক নিয়োগ
হিসাব বিজ্ঞান | ২ জন |
ব্যবস্থাপনা | ২ জন |
মার্কেটিং | ২ জন |
ফিন্যান্স ব্যাংকিং | ২ জন |
পদের নাম: অফিস কর্মকর্তা
পদ সংখ্যা: ০৩ জন।
অভিজ্ঞতা: কম্পিউটার এ পারদর্শী
অফিস সহায়াক (পিয়ন)
পদ সংখ্যা: ০১ জন।
আয়া: ০১ জন।
নাইট গার্ড: ০১ জন।
ক) আগামী ১২ অক্টোবর ২০১১ ইং তারিখের মধ্যে ৰাষ, অধ্যক্ষ মেরিটোরিয়াস পাবলিক কলেজ, ইপুর, জেন্দ কলেজ, থাপ দে , জেল রে ২১, রংপুর। এই ঠিকানায় প্রয়ােজনীয় কগজপত্র পাঠাতে হবে।
০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, মােবাইল নম্বর এবং ই-মেইল উতশসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাক/কুরিয়ার সরসরি পৌছতে হবে। খ) যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়ােগ সংক্রান্ত তথ্য (লিখিত ও মৌখিক পল্লীক্ষার তারিখ ও সময়) ই-মেইল/পত্র/ক্ষুদে বার্তা/কলেজের ফেসবুক পেইজের মাধ্যমে জানানাে হবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ্রহণের জন্য কোন প্রকার টিএ-ডিএ প্রদান হবে না। গ) আবেদনপত্রের সঙ্গে খামে উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে আবেদনপত্র গ্রহণযােগ্য নয়।ৰাতিল বলে গণ্য হবে।
সবার আগে সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। |