পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ ২০২১
পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ ২০২১ঃ পল্লী বিকাশ কেন্দ্রে ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে । ৫০ জন ফিল্ড অফিসার পদে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ এর নিমিত্তে গ্রাম পর্যায়ে কাজ করার জন্য আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্ন বণির্ত পদের জন্য আবেদনের আহবান করা হচ্ছে। নিম্নে উল্লেখিত শর্ত সাপেক্ষে সকল বাংলাদেশের নাগরিকদের আবেদনের জন্য আহব্বান করা যাচ্ছে ।
Polli Bkash center job circular 2021
চাকরির ক্যাটাগরি | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা সংস্থা | পল্লী বিকাশ কেন্দ্র |
শূণ্য পদ | ০২টি |
পদের সংখ্যা | ৫০জন |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ডিগ্রি |
আবেদনের ধরন | ডাকযোগ /কুরিয়ার/সরাসরি |
আবেদনের শেষ তারিখ | ২১ নভেম্বর, ২০২১ |
পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি ২০২১
পদের নামঃ ফিল্ড অফিসার
পদের সংখ্যাঃ ৫০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিষয়ে স্নাতক
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
বেতনঃ ১৪০০০-১৬০০০ টাকা
আরও দেখুন |
- UK Skilled Worker and Student Visas 2023
- চাকরির ডাক ০২ জুন ২০২৩
- ০২ জুন ২০২৩ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা
- চাকরির ডাক ০২/০৬/২০২৩
- লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৩
আবেদনের নিয়মাবলী
আবেদন ও যোগাযোগের ঠিকানা- প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসা টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
প্রার্থীদের কর্ম এলাকা হবে ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার গ্রাম পর্যায়ে। সকল পদের প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদশী হতে হবে। ১ ও ২ নং পদের প্রার্থীদের বাইসাইকেল/ মোটরসাইকেল চালনায় পারদশী হতে হবে।
ফিল্ড অফিসার (অনভিজ্ঞ-২নং পদ) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১ মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র (অভিজ্ঞ ফিল্ড অফিসারদের বেলায়) এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ২১/১১/২০২১ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিচে লিখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
সকল পদের জন্য জামানত (ফেরৎযোগ্য) ১০,০০০/-(দশ হাঁজার) টাকা । আরো উল্লেখ্য যে, সকল পদের প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগের পূর্বে কোন রকম আর্থিক লেনদেন সরেজমিনে অফিসে উপস্থিত হওয়া ছাড়া অন্য কোন উপায়ে অন্য কারো সাথে না করার জন্য অনুরোধ করা হলো।
নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন । প্রতিদিনের চাকরির খবর দেখুন । |