PKSF Job Circular 2023
PKSF Job Circular 2023- Palli Karma-Sahayak Foundation (PKSF) Job Circular 2023: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা বিভাগে সহকারি ব্যবস্থাপক পরিচালক নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২৩ ইং পর্যন্ত। নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাবেন এখানে applyforjobs24.com
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
PKSF Job Circular 2023 আবেদন যোগ্যতা
(১) প্রার্থীকে কমপক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে ।
(২) সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
(৩) সমস্যা সমাধান, পরিকল্পনা গ্রহণ ও বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে ।
(৪) স্বনামধন্য এনজিও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ।
(৫) বয়সসীমা ৬২ বছর ।
Palli Karma-Sahayak Foundation (PKSF) Job Circular 2023
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩
আবেদন
পিকেএসএফ নিয়োগ ২০২৩
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা pksf-bd.org/recruitment এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন। এ ছাড়া https://pksf-bd.org/e_recruitment/index.php?r=site/jobpost&post_id=200 ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ০৭ জানুয়ারির মধ্য জমা দিতে পারবেন।
PKSF Job Circular 2023
বেতন ও সুযোগ সুবিধা
মূল বেতন ৫১,০০০ টাকা। এর সঙ্গে ৬০ শতাংশ বাড়িভাড়া, মেডিকেল ভাতাসহ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা মিলবে ।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে । পিকেএসএফ তে আবেদনের আগ্রহী প্রার্থীদেরকে যথা সময়ে আবেদন করার জন্য বলা হয়েছে । সকল প্রকার সিদ্ধান্ত পিকেএসএফ চুড়ান্ত বলে গন্য করতে পারবেন ।