বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়-এর অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান)-এ নিম্ললিখিত পদে শিক্ষানবিশ (শিক্ষানবিশকাল সম্ভোষজনকভাবে সম্পন্ন হলে স্থায়ীযোগ্য) হিসেবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
NGO Foundation Job Circular 2021
চাকরির ধরণ | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন |
পদ | ০১টি |
পদের সংখ্যা | ০২জন |
বয়স | ১৮-৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি / মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | ডাকযোগে / কুরিয়ার |
আবেদনের শেষ তারিখ | ০৬ জানুয়ারী ২০২২ |
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে নিয়োগ ২০২১
আরও দেখুন |
- Canada Immigration Family Sponsorship Process
- CSTU Job Circular 2023 Apply Now
- কবি সাহিত্যিকদের ছদ্মনাম
- Khulna Shipyard Limited Job Circular 2023
- বাংলার বিখ্যাত কবি সাহিত্যিক দের তালিকা
সুযোগ-সুবিধাঃ নির্ধারিত বেতন স্কেলের অনুযায়ী মূল বেতন টাকা ১০,৫০০ – ১৭,৯৬০/- সহ মূল বেতনের ৬০% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা, গোষ্ঠী বীমা, মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ আগামী ০৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ভবন (৫ম তলা), ৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে ।