Rate this post

ই-ভিসা চালু করেছে নেপাল

ই-ভিসা চালু করেছে নেপাল বাংলাদেশীদের জন্য Nepal E Visa 2023: বাংলাদেশীদের জন্য এখন ই-ভিসা চালু করেছে নেপাল দেশটি । এখন আর স্টিকার বা হাতে লেখা ভিসা নিয়ে নেপাল যেতে হবে না । এখন ই ভিসা প্রসেসিং এর মাধ্যমে নেপাল ভ্রমন করতে পারবে বাংলাদেশী নাগরিকরা । তাদের পাসপোর্ট এর নিয়মাবলিগুলো সকল নিয়মাবলি অপরিবর্তি থাকবে কিন্তু শুধুমাত্র ই-ভিসা প্রসেসটি পরিবর্তন করা হয়েছে ।

Nepal E Visa

আপনি কি জানেন বাংলাদেশীদের জন্য এখন ই-ভিসা চালু করেছে নেপাল ? যদি না জেনে থাকেন তবে এখন দেখে নিন আমাদের আজকের এই লেখনি থেকে । এখানে আমরা কবে কোথায় কিভাবে এই নির্দেশটি সফলভাবে চালু করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন । এবং আপনি যদি একজন নেপাল ভ্রমনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এটি আপনার জন্য একিটি গুরুত্বপূর্ন তথ্য ।

নেপাল ই- ভিসা চালু হয়েছে

আপনারা অনেকে হয়তো বিষয়টি জানেন কিন্তু বেশির ভাগ মানুষ এখনো বিষয়টি নিয়ে অজ্ঞাত রয়েছে । বিশেষ করে যারা নেপাল ব্রমন করার জন্য মানসিক বা কোন ধরনের পরিকল্পনা করেছেন তাদের জন্য আজকের এই বিষয়টি সম্পর্কে জানা থাকা আবশ্যক । কারণ এখন ভিসা সিস্টেম চেঞ্চ করা হয়েছে । আগের মতো স্টিকার বা হাতে লেখা ভিসা এখন নেপাল ভ্রমনকারীদের দেওয়া হবে না ।

নেপালে ই-ভিসা চালু করেছে বাংলাদেশীদের

বাংলাদেশীদের ভিসা প্রসেস পরিবর্তন করে আগের মতো স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে ই-ভিসা চালু করেছে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ ) এবং দেওয়া শুরু করেছে । গত আগস্টে এ সিস্টেম চালু করেন ঢাকায় নেপাল দূতাবাস এর ফেসবুজ পেজ থেকে এটি জানানো হয় । যেহেতু ঢাকায় প্রায় সকল বিদেশী দূতাবাসের কার্যালয় সেখানে সকল দেশের এম্বাসি নিয়ে সকল তথ্য প্রচার করা হয়ে থাকে ।

ই-ভিসা চালু করেছে নেপাল

ভিসা সিস্টেম বদলে ফেলা হলেও বিভিন্ন বিষয়ত নিয়ে তাদের অপরিবর্তিত বিধান স্থির রয়েছে । যেমন আগের হাতে লেখা বা স্টিকার এর ভিসা করতে আপনাকে যে যে নিয়ম অবলম্বন করতে হতো । ঠিক সেরকমি নিয়ম মেনে আপনাকে ভিসা করতে হবে । শুধুমাত্র ভিসার ক্যাটাগরিটি পরিবর্তন করা হয়েছে । এছাড়া সকল নিয়ম আপনাকে মেনে চলতে হবে । আপনাকে স্বশরীরে সেখাকনে পাসপোর্ট ছবি সহ যাবতীয় তথ্য সেখানে পৌছাতে হবে । আপনি আগের মতোই যেভাবে পাসপোর্ট তৈরী করতে যেগুলো ধাপ অনুসরন করেছেন ্ সেভাবেই অুনসরন করতে হবে এখনো ।

এম্বাসি অফ নেপাল

নেপাল হলো একটি ভ্রমন প্রিয় মানুষদের অন্যতম দেশ । এটি একটি দক্ষিণ এশিয় দেশ হিসাবে পরিচিত । হিমালয় অধ্যুষিত একটি দেশ যার সৌন্দর্য মনমুগ্ধকর । এটি একটি ছোট দেশ । কিন্তু ঠোট দেশ হলেও এর পরিবেশ বা ভুমিরুপ খুবই প্রসংশনীয় । এই দেশের উত্তরে চীন এবং তিন দিকেই ভারতের সীমান্ত জুড়ে রয়েছে ।

আমরা হয়তো অনেকে জানি না যে পৃথিবীর সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ যে মাউন্ড এভারেস্ট রয়েছে , সেটি এই নেপাল এই অবস্থিত । নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে রয়েছে এ ধরনের পৃথিবীর সর্ব্বোচ্চ হিমালয় গুলো । তার মধ্যে মাউন্ড এভারেস্ট অন্যতম । পৃথিবীর হিসাব করলে প্রায় বড় বড় ১০টি হিমালয় পর্বতের সিংহভাগ হিমালয় এখানে অবস্থিত । চীন এবং নেপাল এর সীমান্তে ৮টি বড় বড় এ ধরনের হিমালয় আছে ।

নেপালে ই-ভিসা

এই দেশে অধিকাংশ হিন্দুধর্মালম্বী মানুষ । প্রায় ৮১ ভাগ হিন্দু ধর্মের অনুসারী । এখানে বাইরের দেশের পর্যটকদের জন্য আলাদা ভিসা রয়েছে ১৫,২০,এবং ১ মাসের জন্য ভিসার প্রসেস রয়েছে ।

নেপাল এমন একটি দেশ যেখানে বেশ কয়েকটি দেশ এর পর্যটকরা গেলে সেখানে ভিসার প্রয়োজন হয় না । আপনারা জানলে হয়তো বা অনেক অবাক হবেন বিষয়টি নিয়ে । বলবেন যে অন্য এক দেশে ভ্রমন করলে ভিসা ছাড়াই কিভাবে যাওয়া যাবে ? এ ধরনের প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক ।

বাংলাদেশীদের জন্য Nepal E Visa

কিন্তু এখানে যে বিষয়টি জুড়ে আছে অন্যতম একটি রহস্য । জেনে নিন কেনো ভিসা লাগে না । দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক ) এর নাম সবাই শুনেছেন নিশ্চই । এ দেশের অন্তর্ভুক্ত যেসকল দেশ রয়েছে তাদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা ছাড়া ভ্রমন করতে পারবেন এ ধরনের নিয়ম চালু করা আছে । সার্ক ভুক্ত দেশ গুলোর মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত,মালদ্বীপ, শ্রীলংকা,ভুটান, পাকিস্তান এ সমস্ত দেশের নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য নেপালে গিয়ে অবস্থান করতে পারবেন । এছাড়া অন্যান্য দেশের নাগরিকরা পারবেন না । অন্যান্য দেশের ক্ষেত্রে ভিসা পাসপোর্ট করেই যেতে হবে ।

ই-ভিসা দিচ্ছে নেপাল

আমাদের এই ওয়েবসাইট ঠিকানায় আপনারা দেখতে পারলেন আজকের আলোচনার বিষয় নেপাল দেশটিতে এখন আর স্টিকার বা হাতে লেখা ভিসা দিচ্ছে না । এখন থেকে ই-ভিসা সিস্টেমটি চালু করেছে যাতে করে ভ্রমন করতে অন্য দেশের মানুষদের কোন প্রকার কষ্ট করতে না হয় । আপনারা একটি নতুন তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন । সেই সাথে আপনারা নেপাল সম্পর্কেও কিছু অজানা তথ্য এখান থেকে ধারনা নিতে পেরেছেন । তো এধরনের তথ্য নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের এই ওয়েবসাইট লিংকি শেয়য়ার করে দিন ।

ই-ভিসা চালু করলো নেপাল

আমাদের এখানে ই-ভিসা, পাসপোর্ট, এনআইডি, এবং জন্ম নিবন্ধন সম্পর্কিত আপডেট তথ্যগুলো দিয়ে থাকি । কোন ধরনের নতুন নিয়ম সংযোজন করা হলে সেগুলোর ক্ষেত্রে আমরা আপডেট খবর পৌছে দিই এই ঠিকানার মাধ্যমে । এছাড়াও এখানে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখতে পারবেন । চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে হলে আপনাকে হোমপেজে সরকারি চাকরির ক্যাটাগরি বা অন্যন্য ক্যাটাগরিতে ক্লিক করতে হবে । সেখান থেকে আপডেট চাকরির খবরগুলো দেখতে পারবেন । আশা করি আমাদের ওয়েব ঠিকানায় নিয়মিত ভিজিট করতে ভুলবেন না এবং সবার সাথে শেয়ার করুন ।