Narayanganj City Corporation Job Circular 2023
Narayanganj City Corporation Job Circular 2023: NCC Job Circular 2023 has been published. Narayangan City Corporation was established in 2023 and is one of the leading city corporations in Bangladesh. It consisted of Narayanganj city, Siddhirganj municipality area, and Kadmarsul municipality.
Narayanganj City Corporation
স্থানীয় সরকার বিভাগের তারিখের স্মারকের সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরী ভিত্তিক (কাজ করলে মজুরী না করলে নেই) অদক্ষ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে। “কাজ করলে মজুরী না করলে নেই” শর্তে কাজ করতে আগ্রহী ও সুস্বাস্থ্যের অধিকারী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাত্ত আহ্বান করা যাচ্ছে।
NCC Job Circular 2023
Narayanganj City Corporation Job Circular 2023: স্বেচ্ছাসেবী সংস্থা, নারী মৈত্রীকর্তৃক পরিচালিত নারায়নগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পে-২য় পর্যায়, ঢাকা ডিএনসিসি, পিএ-১ এলাকার জন্য নিমোক্ত পদ সমূহের জন্য জরুরী ভিত্তিতে নিয়োগ ও প্যানেল তৈরীর লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
নিয়োগ দাতা সংস্থা | নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন |
ওয়েবসাইট | ncc.gov.bd |
মোট পদ | ২টি |
পদের সংখ্যা | বিজ্ঞপ্তি দেখুন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞপ্তি দেখুন |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/ ই-মেইলের মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | ০৩ এপ্রিল, ২০২৩ |
এনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রার্থীকে অবশ্যই জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে তা হল- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকতৃ সনদ ও জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি জন্ম নিবন্ধন সনদে সত্যায়িত ফটোকপি। যোগ্যতা এবং অভিজ্ঞতা (যদি থাকে) সনদের সত্যয়িত ফটোকপি।
সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/এনসিসি’র কাউন্সিলর কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে । সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা/কাউন্সিলরের সুস্পষ্ট নাম, পদবী ও সিল অবশ্যই থাকতে হবে।
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৩
Narayanganj City Corporation Job Circular 2023: সচিব, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লটঃ ২৩-২৬, রোড-৪৬, গুলশান-২, ঢাকা বরাবর আগামী ০৩/০৪/২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং সিলগালাকৃত আবেদনপত্রের খামের উপর অবশ্যই “শ্রমিক (পরিচ্ছন্নতা কমী)” উল্লেখ করতে হবে।
প্রার্থীর বয়স ০৩/০৩/২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। এ নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী, দৈনিক মজুরীভিত্তিক এবং ভবিষ্যতে কোনোক্রমে রাজস্ব খাতে নিয়মিত করার কোনো সুযোগ থাকবে না। নিয়োগ প্রাপ্তির পর প্রার্থী স্থায়ী করার আবেদন করতে পারবেন না এবং এ বিষয়ে বিজ্ঞ আদালতে আবেদন দায়ের করতে পারবেন না।