পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক অনলাইনে করার উপায় Medical Report Check With Passport: মেডিকেল রিপোর্ট চেক করতে হলে আপনার পাসপোর্ট দিয়েই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন । এর খুবই সহজ একটি উপায় নিয়ে আলোচনা করেছি । এখান থেকে দেখে আপনারা খুব সহজে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে আপনার মেডিকেল রিপোর্ট বের করতে পারবেন ।
অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক
বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা বাইরের কোনো দেশে গেলে আপনার মেডিকেল রিপো্র্ট তারা দেখতে চাইবে । মেডিকেল রিপোর্ট ছাড়া এলাও করবে না । কিন্তু দেখা যায় মাঝে মধ্যে অনেক সময় অনেক সাইট রয়েছে যেগুলোতে মেডিকেল রিপোর্ট চেক করা যেতো আবার কখনো দেখা যায় সেগুলো হুট করে বন্ধ করে দেওয়া হয়ে থাকে । ফলে মেডিকেল রিপোর্ট চেক করতে পারে না অনেকেই ।
এর একটি সহজ উপায় নিয়ে আমরা আলোচনা করেছি । অনেক রিচার্চ করার পরে আমরা এমন একটি ওয়েবসাইট খুজে পেয়েছি যেখানে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে এবং নিজের দেশ সিলেক্ট করে আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে ।
Medical Report Check With Passport
আপনি কি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চাচ্ছেন ? তাহলে সঠিক জায়গায় এসেছেন । এখানে আজকের আলোচনাটি সাজানো হয়েছে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি কিভাবে মেডিকেল রিপোর্ট বের করবেন বা চেক করবেন । তাহলে চলুন আজকের সেই পদ্ধতিটি নিয়ে আলোচনা শুরু করা যাক । নিচে দেখুন ।
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক অনলাইনে– সাধারনত আপনি বাইরের দেশে গেলে আপনাকে আগে মেডিকেল রিপোর্ট ভেরিফাই করতে হয় । সেক্ষেত্রে আপনাকে আপনার শারীরিক টেস্ট করতে হয় কোনো ডায়াগনেস্টিক বা মেডিকেলে গিয়ে । সেখানকার রিপোর্ট ভালো হলে আপনাকে অনুমতি দেওয়া হবে আর যদি রিপোর্ট ভালো না আসে বা অসুস্থ্য আসে তাহলে আপনার অনুমতি বাতিল হবে ।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করুন
আপনি কোনো বাইরের দেশে গেলে কোনো কোনো দেশের ক্ষেত্রে এটি একটি বাধ্যতামূলক বিষয় ।বিশেষ করে যেমন কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, আরব আমিরাত ও সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট বের করতে পারবেন । তো এই মেডিকেল রিপোর্ট আপনি পেতে পারেন দুটি সহজ উপায়ে । সেটি হলো :
(১) যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন সাইট থেকে
(২) যে মেডিকেলে আপনি চেকআপ করেছেন সেই মেডিকেল ওয়েবসাইট থেকে ।
আপনি এই দুইটি পদ্ধতি ব্যবহার করে আপনার মেডিকেল রিপোর্ট বের করতে পারবেন । অন্যথায় আপনার ভ্রমন বাতিল হবে । কারণ আপনি মেডিকেল রিপোর্ট দিতে না পারলে আপনাকে প্রবেশের অনুমতি কোনমতেই দিবে না । তাই এই বিষয়টি গুরুত্বর সহিত আপনাকে মাথায় রাখতে হবে ।
আপনি যেদেশে যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে আপনার মেডিকেল রিপোর্ট চেক করে আপনাকে সে দেশে যাওয়ার অনুমতি দিবে । সেজন্য আপনাকে ভালোভাবেমেডিকেল টেস্ট করে সেই মেডিকেল টেস্টের রিপোর্ট শো করতে হবে এবং আপনার মেডিকেল রিপোর্ট আপনি তাদেরকে অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে দেখাতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে । এটি একটি খুবই সহজ উপায় বলে আমরা মনে করেছি । তাই আপনাদের কাছে বিষয়টি শেয়ার করেছি ।
মেডিকেল রিপোর্ট চেক
আমরা যে দুটি নিয়মের কথা এখানে তুলে ধরেছি মূলত ১ম যে নিয়মটি রয়েছে যে দেশে যেতে চাচ্ছেন সে দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে চেক করা । এই ধাপটি ব্যবহার করে আপনি সকর আরব দেশগুলোতে যেতে পারবেন । বা এই পদ্ধতিতে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করে দেখাতে পারবেন । এজন্য আপনাকে যেসমস্ত কাজ করতে হবে । সেই ধাপগুলো নিচে দেওয়া হলো । নিচের থেকে দেখুন । ] পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক অনলাইনে
প্রথমে আপনাকে নির্ধারিত ওয়েবসাইটে Wafid.com এ যেতে হবে ।
এরপরে সেখানে দুটি Option দেখতে পারবেন BY passport Number & Wafid Slip Number
দুটির মধ্যে আপনাকে By Passport এ ক্লিক করতে হবে ।
তার নিচে দুটি খালি ঘর দেখতে পারবেন ।
প্রথম ঘরে আপনাকে Passport Number এবং
পরের ঘরে আপনার জাতীয়তা / Nationality দিতে হবে । আপনি যে দেশের নাগরিক সেদেশের নাম সিলেক্ট করতে হবে ।
তারপরে আপনি নিচে দেখতে পাররবেন Check নামের বাটন দেখতে পারবেন । সেখানে ক্লিক করলে আপনার মেডিকেল রিপোর্টটি দেখতে পারবেন ।
মেডিকেল চেকআপ
মেডিকেল চেকআপ করার পর, সেটির রিপোর্টে আপনার শারীরিক অবস্থা কেমন রয়েছে তার সকল কিছু বিস্তারিত ভাবে থাকে এবং আপনি কি যথেষ্ট ফিট রয়েছেন কিনা টা সেই রিপোর্টের উপরের দিকে Fit বা Unfit হিসেবে লেখা থাকে।
Fit অর্থ আপনার রিপোর্টি পজিটিভ, আপনি বিদেশ যাওয়ার জন্য উপযুক্তও।
যদি Unfit লেখা থাকে তাহলে আপনি কোন শারীরিক ভাবে অসুস্থ্য, আর আপনার রিপোর্ট নেগেটিভ ।
মেডিকেল রিপোর্ট মেয়াদ
অনেকের মনে প্রশ্ন হতে পারে যে মেডিকেল রিপোর্টটি বের হবে সেটির মেয়াদ কত দিন পর্যন্ত থাকবে । অনেক সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারণে কয়েকদিন দেরীও হয়ে যায় কারো কারো ক্ষেত্রে তখন ম েহয় যে তাদের মেডিকের রিপোর্ট এর মেয়াদ শেষ হলো বুঝি । এধরনের কোন মন্তব্য করবেন না । একটি মেডিকেল রিপোর্ট প্রকাশের দিন থেকে ৩ মাস সময় থাকে সেই মেডিকেল রিপোর্ট এর অর্থ্যাৎ ৯০ দিন পর্যন্ত মেয়াদ থাকে । তাই এ নিয়ে কোন চিন্তার কারণ নেই বলে আমরা মনে করি ।
মেডিকেল রিপোর্ট না আসলে করণীয় কি
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক অনলাইনে- মেডিকেল রিপোর্ট না আসার পেছনে অনেক কারণ থাকতে পারে । মেডিকেল এর কিছু নির্দেশনায় পরে তাদের সময় লাগতে পারে বা আরো ভিন্ন কারণ থাকতে পারে । তার মধ্যে যে কারনটি বেশি হয়ে থাকে সেটি হলো রিপোর্ট তৈরী না হওয়া । ধরুন আপনি মেডিকেল টেস্ট করেছেন কিন্তু আপনার মেডিকের রিপোর্ট এখনো বের হলো না । এবং অনেক দিন গত হয়ে যাচ্ছে আপনি মেডিকেল রিপোর্ট পাচ্ছেন না । সে সময় আপনি কি করবেন ? যে মেডিকেল এ চেক করেছেন সেখানের বিভিন্ন কারনবসত সময় লাগতে পারে আপনার রিপোর্টটি বের হতে এ নিয়ে চিন্তার কিছু নেই । আপনি যোগাযোগ করুন এবং আপনার রিপোর্টটি উপরে বলা ওয়েবসাইটে গিয়ে চেক করুন নিয়মিত । যতদিন রিপোর্ট আসে নি অপেক্ষা করতে হবে ।
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন কিভাবে আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে বিদেশ যাওয়ার মেডিকেল রিপোর্ট বের করবেন বা চেক করবেন । আপনার মেডিকেল রিপোর্ট বের হয়েছে কি না তৈরী হয়েছে কি না এগুলো দেখতে পারবেন খুব সহজেই আমাদের দেওয়া গাইডলাইনটি ফলো করলে । বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবে তাদের জণ্য এটি বাধ্যতামূলক প্রয়োজন । আর এজন্য আপনাকে মেডিকেল রিপোর্ট চেক করতে হলে এ্ নিয়ম মেনে দেখতে হবে ।
এছাড়াও অন্যান্য দেশে যেতে চাইলে সেই দেশের নাম লিখে ইংরেজি অক্ষরে Google এ সার্চ করতে হবে এবং দেশের নামের সাথে Medical Report Check এভাবে লিকে সার্চ করলে আশা করি আপনি প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো খুজে পাবেন সেগুলোর মধ্যে আপনি অফিসিয়াল মুড যেখানে দেখতে পারবেন । আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোন সাইটে গেলে আপনার কাজটি হতে পারে । সেভাবেই আপনি চেক করার চেষ্ঠা করবেন ।
মেডিকেল রিপোর্ট চেক করুন সহজেই
আমাদের আজকের লেখনি থেকে আপনারা পাসপোর্ট দিয়ে কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করবেন সেই সম্পর্কে জানতে পেরেছেন । আশা করি সম্পুর্নভাবে পড়লে অবশ্যই বুঝতে পারবেন । এ ধরনের গুরুত্বপুর্ন কন্টেন পেতে হলে আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন । আমাদের এখানে ভিসা, পাসপোর্ট, ড্রাইভিং,এনআইডি, জন্মনিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য দিয়ে থাকি ।
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক অনলাইনে- এখানে আরো দেখতে পারবেন বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো । সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরির খবর, কোম্পানি জব সার্কুলারগুলো এবং এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সবার আগে এখানেই দেখতে পারবেন । তাই নিয়মিত ভিজিট করুন এবং বন্ধুদের সাথে আমাদের ঠিকানাটি শেয়ার করতে ভুলবেন না্ ।