এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর । ২য় সপ্তাহ
এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর । ২য় সপ্তাহ যুক্তিবিদ্যা হলো একাদ্বশ-দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের বাধ্যতামূলক বিষয়। প্রথম সপ্তাহে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা ১ম পত্র এসাইনমেন্ট দেওয়া হয়েছিলো। ২য় সপ্তাহের জন্য এইচ এস সি যুক্তিবিদ্যা এসাইনমেন্ট ২য় পত্র উত্তর ২০২১ ও যতদ্রুত সম্ভবত নিচে দেওয়া হলো ।
যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ২০২১ | ২য় সপ্তাহ
সপ্তাহ শুরুর পুর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলাে আপলােড করা হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরিঅনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।
এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ২০২১
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। এখানে, এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো । যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তরসহ নিচে দেখুন ।
এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট সমাধান
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এসাইনমেন্ট দেওয়া হয়েছে মোট ০৬টি বিষয়ের উপর। বিষয়গুলো হলো
(১) ইংরেজি ১ম পত্র
(২) পদার্থ বিজ্ঞান ২য় পত্র
(৩) পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
(৪) অর্থনীতি ২য় পত্র
(৫) যুক্তিবিদ্যা ২য় পত্র
(৬) হিসাব বিজ্ঞান ২য় পত্র
নিচে ২য় সপ্তাহের পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বিষয়ের নির্ধারিত কাজ নিচে যুক্ত করা হল –
যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট
HSC Logic 2nd Paper Assignment Answer 2021
এইচএসসি এসাইনমেন্ট যুক্তিবিদ্যা ২য় পত্র সমাধান দেখুন এখানে । ২য় সপ্তাহের জন্য যেসকল নির্ধারিত কাজ দেওয়া হয়েছিল একাদশ শ্রেণির জন্য তার সঠিক সমাধান নিয়ে আমরা হাজির হলাম । যাতে করে শিক্ষার্থীরা এই এসাইনমেন্ট উত্তর দিয়ে পরবর্তি শ্রেণিতে উর্ত্তীর্ন হতে পারে । এবং এসাইনমেন্ট সম্পর্কে সটিক ধারনা হতে পারে ,পরবর্তিতে একাই এসাইনমেন্ট উত্তর তৈরী করতে পারেন । নিচে দেখুন এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট সমাধান ২য় সপ্তাহের ।
এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর
মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী – এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ কর।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি যৌক্তিক সংজ্ঞা সংজ্ঞার নিয়মাবলি সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি;
যৌক্তিক সজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি : যৌক্তিক সংজ্ঞা দানের সহজ উপায় হলো, পদের আসন্নতম জাতিকে এবং ঐ বিশেষ পদটির বিভেদক লক্ষণকে উল্লেখ করা। যেমন – মানুষ পদের সংজ্ঞা হলো সব মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এখানে মানুষ পদের আসন্নতম জাতি হলো প্রাণি আর এ বিভেদক লক্ষণ হলো বুদ্ধিবৃত্তি। সংজ্ঞা প্রসঙ্গে বলা যায়, কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে জাত্যর্থ উল্লেখ করতে হবে। কিন্তু উদাহরণ দিতে গিয়ে আমরা কখনো জাত্যর্থ, জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করি। তাই সংজ্ঞার প্রকৃতি প্রসঙ্গে আমদের জানা উচিত।
যৌক্তিক সংজ্ঞা :সাধারণভাবে বলা হয়ে থাকে যে যৌক্তিক সংজ্ঞা অর্থ হলো একটি পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্ট ভাবে প্রকাশ করা। অর্থাৎ একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই হলো যৌক্তিক সংজ্ঞা। যেমন- মানুষ পদটি সংজ্ঞাদান করতে বলা হলে আমাদের মানুষ পদের জাত্যর্থের সুস্পষ্ট উল্লেখ করে বলতে হবে যে, “মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। আমরা জানি মানুষ পদের জ্ঞাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও প্রাণিত্ব। এখানে দুটিই গুণের উল্লেখ আছে। অন্যকোন গুনের উল্লেখ সংজ্ঞায় থাকতে পারে না।”
যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলি :
১)যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের সম্পূর্ণ জ্ঞাত্যর্থ উল্লেখ করতে হবে, কমও না বেশিও না।
২) যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না।
৩)সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার করা যাবেনা।
৪)সংজ্ঞায় সদর্থক শব্দ ব্যবহার করতে হবে।
৫)যে পদটির সংজ্ঞা দিতে হিবে সে পদের সংজ্ঞার্থ পদ খুব সহজে রূপান্তরযোগ্য হতে হবে।
HSC Logic 2nd Paper Assignment Answer 2nd week
সংজ্ঞার নিয়ম লঙ্গনজনিত অনুপপত্তি :
(১) ১ম নিয়মের অনুপপত্তি :
ক) বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি :সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ থাকলে, এ অনুপপত্তি ঘটে। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচারশক্তি সম্পন্ন জীব। (এখানে বিচারশক্তি উপলক্ষণ যা অতিরিক্ত হিসেবে আছে)
খ)অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি: সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ থাকলে এ অনুপপত্তি হয়। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সভ্য জীব। (এখানে সভ্য গুণটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ)
(২) ২য় নিয়মের অনুপপত্তি :
ক)রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি: সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে।যেমন-সিংহ হয় পশুর রাজা।
খ)দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি:সংজ্ঞায় দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে।যেমন-বটবৃক্ষ হলো জটাজুট লাঞ্চিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।
(৩) ৩য় নিয়মের অনুপপত্তি :
ক)চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি: সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে।যেমন- মানুষ হয় মানব।
(৪) ৪র্থ নিয়মের অনুপপত্তি :
ক)নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি:সংজ্ঞায় নঞর্থক শব্দ ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে। যেমন- পাপ নয় পূণ্য।
পরবর্তি বিষয়ের উত্তর জানতে নিচের লিংকে ভিজিট করুন ।
HSC Assignment Answer 2nd week
বিষয় |
এইচএসসি ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক |
ইংরেজি ১ম পত্র | উত্তর লিংক |
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র | উত্তর লিংক |
পদার্থ বিজ্ঞান ২য় পত্র | উত্তর লিংক |
অর্থনীতি ২য় পত্র | উত্তর লিংক |
হিসাব বিজ্ঞান ২য় পত্র | উত্তর লিংক |
যুক্তিবিদ্যা ২য় পত্র | উত্তর লিংক |
এই ৬ টি বিষয়ের উপর ২য় সপ্তাহের এসাইনমেন্ট সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই সব বিষয়ের ১০০% সঠিক সমাধান পেতে আমাদের পেজটিতে চোখ রাখুন । প্রতি সপ্তাহের এসাইনমেন্ট উত্তর সবার আগে এখানে পোস্ট করা হয়ে থাকে ।