এইচএসসি বিএম (একাদশ) ব্যবসা সংগঠন-১ এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

এইচএসসি বিএম (একাদশ) ব্যবসা সংগঠন-১ এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

এইচএসসি বিএম (একাদশ) ব্যবসা সংগঠন-১ এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ: ২০২১ সালের এইচএসসি বিএম ৭ম সপ্তাহ (২য় বর্ষ) ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১ এসাইনমেন্ট সমাধান/উত্তর । এইচএসসি বিএম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১ । ২০২১ সালের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১ সপ্তম সপ্তাহ ৪(চার)টি এসাইনমেন্ট দেয়া হয়েছে , এসাইনমেন্ট-৫ এসাইনমেন্ট সমাধান/উত্তর বিষয়ের বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো:

নিচে আমরা এইচএসসি বিএম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১ম পত্র অ্যাসাইনমেন্টের উত্তর ছবির মাধ্যমে দিয়েছি। আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলে ছবি আসতে একটু সময় নিতে পারে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। এবং বিস্তারিত দেখুন এইচএসসি বিএম সকল এসাইনমেন্ট উত্তর আমাদের এই পেজে ।

HSC BM business organization and management-1 assignment 7th week

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১
এইচএসসি বিএম (২য় বর্ষ) ব্যবসা সংগঠন-১ এসাইনমেন্ট ৭ম সপ্তাহ

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১ এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসায় এক মালিকানা বা অংশীদারী ব্যবসায় অপেক্ষা অধিক উন্নত কারণসহ নিচে ব্যাখ্যা করা হলো:

যৌথ মূলধণী ব্যবসায়ের ধারনাঃ

কোম্পানি আইনের আওতায় কিছুসংখ্যক মানুষ স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে পুঁজি সরবরাহ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন ব্যবসায় বা শিল্প – কারখানা স্থাপন করলেই তাকে যৌথ মূলধনী ব্যবসায় বুঝায় । যৌথ মূলধনী কোম্পানির অনুমােদিত পুঁজি বা মূলধনকে কতকগুলাে সমান অংশে ভাগ করা হয় এবং প্রত্যেক অংশকে এক একটি শেয়ার বলা হয় ।

বিচারপতি জন মার্শাল বলেন, “ কোম্পানি হলাে এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যা অদৃশ্য ও অস্পৃশ্য অথচ আইনের মধ্যে টিকে থাকে । ”

অধ্যাপক লতিফুর রহমান এর মতে, , “ কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের আওতায় নিয়ন্ত্রিত ও কৃত্রিম সত্তাবিশিষ্ট যে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে তাকে কোম্পানি বলে । “

বাংলাদেশের ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২.১ ( ঘ ) ধারা মতে , “ কোম্পানি হলাে কোম্পানি আইনানুযায়ী গঠিত ও নিবন্ধিত অথবা চালু কোন কোম্পানি ।

উপরিউক্ত সংজ্ঞার ভিত্তিতে বলা যায় , মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় মানুষ স্বেচ্ছায় পুঁজি বিনিয়ােগে যে ব্যবসায় গঠন করে , তাকে যৌথ মূলধনী ব্যবসা বলে । যৌথ মূলধনী ব্যবসা সাধারণত বড় ধরনের ব্যবসা হয়ে থাকে ।

এক মালিকানা ব্যবসায়ের ধারনাঃ

এক ব্যক্তির মালিকানায় গঠিত , পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই একক মালিকানা ব্যবসায় বলে । একক মালিকানা ব্যবসায়ে মালিক নিজেই পুঁজি সরবরাহ করে । তিনিই ব্যবসায়ের সংগঠক এবং পরিচালক । একক মালিকানা ব্যবসায়ের মালিকই সব ঝুঁকি গ্রহণ করেন এবং তিনি ব্যবসায়ের সমুদয় মুনাফা ভােগ করেন । তবে প্রয়ােজনবােধে মালিক নিজ পরিবারের সদস্যদের বা কোন লোককে বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ করতে পারেন । নিচে এক মালিকানা ব্যবসায় সম্বন্ধে ব্যবসায় বিশেষজ্ঞদের কতিপয় পূর্ণ সংজ্ঞা দেয়া হলাে ।

অধ্যাপক বি , ও , হুইলার – এর মতে, একক মালিকানা ব্যবসায় হলাে এমন এক প্রকার ব্যবসায় সংগঠন যার মালিক ও নিয়ন্ত্রক মাত্র এক ব্যক্তি ।

অধ্যাপক আজন – এর মতে , “ মুনাফা অর্জন ও বণ্টনের উদ্দেশ্যে দুই বা ততােধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠিত করে তােলে তাকেই অংশীদারি ব্যবসায় বলে । ”

উপরোক্ত সংজ্ঞাগুলো থেকে বুঝা যায় যে , অংশীদারি ব্যবসার সাধারণভাবে মুনাফা অর্জনের জন্য দুই বা ততােধিক ব্যক্তি দ্বারা গঠিত এবং প্রত্যেকের পুঁজি , মেধা ও শ্রমের দ্বারা গঠিত ।

যৌথ মূলধনী ব্যবসায় এক মালিকানা বা অংশীদারী ব্যবসা অপেক্ষা উন্নত এর যৌক্তিকতা নিম্নরূপঃ

যৌথ মূলধনী ব্যবসায় এক মালিকানা বা অংশীদারী ব্যবসা অপেক্ষা উন্নত এর সুবিধাসমূহ হলো

১. স্থায়িত্ব: যৌথ মূলধনী কোম্পানি পৃথক কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী । এরূপ ব্যক্তিসত্তা থেকে চিরন্তন অস্তিত্ব লাভে স্বীকৃতি দিয়েছে । কোন সদস্য ইচ্ছা করলে যে কোন সময় এরূপ ব্যবসায় ভেঙে দিতে পারে না ।

. বৃহদায়তন ব্যবসায় সংগঠন: বৃহদায়তন ব্যবসায় গঠনের একটি সহায়ক সংগঠন হলাে যৌথ মূলধনী কোম্পানি । ব্যবসায়ী মন যেকোন ব্যক্তি দেশে প্রচলিত আইন অনুযায়ী এই ব্যবসায় গঠন করতে পারে ।

৩ , পর্যাপ্ত মূলধন গঠন : যৌথ মূলধনী কোম্পানি বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের মাধ্যমে বিবরণীপত্র প্রচার করে শেয়ার বিক্রয় করে মূলধন গঠন করা যায় যা দেশের ব্যবসায় সমৃদ্ধি অর্জনে সহায়ক ।

৪. বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা: যৌথ মূলধনী কোম্পানি গঠনের মাধ্যমে কতকগুলাে ব্যবসায়িক সুবিধা ; যেমন অধিক ক্রয় – বিক্রয়ের সুবিধা , ব্যয় সংকোচ অর্জন , আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা , বিজ্ঞাপন ইত্যাদি ভােগ করা যায় ।

৫. মূলধন ও দক্ষতার সমাবেশ: বৃহদায়তন ব্যবসায় সংগঠন হিসেবে যৌথ মূলধনী কোম্পানিতে পর্যাপ্ত মূলধন ও অধিক দক্ষতার সমাবেশ ঘটানাে যায় যা বৃহদায়তন ও ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের সহায়ক ।

. বিনিয়ােগকারীদের সুবিধা: যৌথ মূলধনী মেম্পানির মূলধনকে কতকগুলো শোরে ভাগ করা হয় । এই শেয়ারগুলাের আঙ্কিক মূল্য কম ধার্য করা হয় । এতে সমাজের ধী – দরিদ্র সকল জনগণ শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োেগ সুবিধা ভােগ করে ।

৭. সীমাবদ্ধ দায়: যৌথ মূলধনী ব্যবসায়ে সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের আঙ্কিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে । কাজেই কোম্পানির লােকসান হলে সদস্যদের অতিরিক্ত দায় বহন করতে হয় না ।

. গণতান্ত্রিক ব্যবস্থাপনা: এই সংগঠনের ব্যবস্থাপনা গণতান্ত্রিক নীতি মেনে চলে । শেয়ার হােল্ডারদের প্রত্যক্ষ ভােটে পরিচালকমণ্ডলী নির্বাচিত হন মতে যােগ্য ব্যক্তি পরিচালনার দায়িত্ব পান ।

৯. শেয়ার হস্তান্তরযোগ্যতা: পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় । এর যেকোন শেয়ার হােল্ডার প্রয়ােজনে তার ক্রয়কৃত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মালিকানা হত্তান্তর করতে পারাে ।

১০. জনসাধারণের আস্থা: যৌথ মূলধনী কোম্পানি আইনের দ্বারা সৃষ্ট একটি প্রতিষ্ঠান । এরূপ প্রতিষ্ঠানে বিভিন্ন স্বার্থসংশিষ্ট পক্ষের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আইনগত বিভিন্ন সুযোগ রয়েছে । তাই এর প্রতি জনসাধারণের আস্থা অধিক ।

যৌথ মূলধনী কোম্পানি অন্যান্য ব্যবসায় সংগঠন হতে কিছু বিশেষ সুবিধা ভােগ করে । বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির বিকল্প নেই ।

এইচএসসি বিএম সকল এসাইনমেন্ট উত্তর ৪র্থ সপ্তাহ

প্রিয় এইচএসসি বিএম ২০২১ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ৪র্থ সপ্তাহর এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে৷ নিচে ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক দেওয়া হলো ভালো করে দেখে নিন।

৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয়উত্তর/সমাধান লিংক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১উত্তর লিংক
হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১উত্তর লিংক
হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২উত্তর লিংক
মার্কেটিং নীতি ও প্রয়োগ-২উত্তর লিংক
HSC BM এইচএসসি বিএম এ্যাসাইনমেন্ট

এইচএসসি বিএম ৫ম সপ্তাহ সকল এসাইনমেন্ট উত্তর

এইচএসসি বিএম ২০২১ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ৫ম সপ্তাহর এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে৷ নিচে ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক দেওয়া হলো ভালো করে দেখে নিন।

৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয়উত্তর/সমাধান লিংক
হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১উত্তর লিংক
HSC BM এইচএসসি বিএম এ্যাসাইনমেন্ট

এইচএসসি বিএম ৬ষ্ঠ সপ্তাহ সকল এসাইনমেন্ট উত্তর

৫ম সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয় উত্তর/সমাধান লিংক
হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ- উত্তর লিংক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ (একাদশ) উত্তর লিংক
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ উত্তর লিংক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ (২য় বর্ষ) উত্তর লিংক

এইচএসসি বিএম ৭ম সপ্তাহ সকল এসাইনমেন্ট উত্তর

৭ম সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয় উত্তর/সমাধান লিংক
হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১(একাদশ) উত্তর লিংক
হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ (দ্বাদশ) উত্তর লিংক
ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা-১ (একাদশ) উত্তর লিংক
মার্কেটিং নীতি ও প্রয়োগ-২(দ্বাদশ) উত্তর লিংক

About ApplyForJob

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *