একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর – এইচএসসি এসাইনমেন্ট ২০২১

এইচএসসি এসাইনমেন্ট উত্তর: একাদশ এবং দ্বাদশ শ্রেণির (এইচএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক www.dshe.gov.bd/ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর নিচে দেখুন। ২০২১ কোভিড ১৯ মহামারির কারণে ১৮-০৩-২০২০ খ্রি. তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠাসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং তাদের মূল্যায়নও করা যায়নি। সেই সূত্রে এ সপ্তাহেই চালু করা হয়েছে এইচএসসি এসাইনমেন্ট ২০২১ এর কার্যক্রম । ইতিমধ্যে ১ম সপ্তাহের এসাইনমেন্ট এর কাজ শুরু হয়ে গেছে । প্রত্যেক সপ্তাহের এসাইনমেন্ট এবং সকল প্রশ্নের উত্তর দেখতে পারবেন এখানে । তার আগে চলুন উচ্চমাধ্যমিক বা এইচএসসি কলেজ পর্যায়ের এসাইনমেন্ট ২০২১ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই।

এইচএসসি এসাইনমেন্ট উত্তর ২০২১

এসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণযন করা হয়েছে । প্রত্যেক সপ্তাহেই এসাইনমেন্ট নির্ধারন করা হবে এবং শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে ।

একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসাইনমেন্ট

এইচএসসি এসাইনমেন্ট ১ম সপ্তাহ জমাদানের নির্দেশনা: সপ্তাহ শুরুর পুর্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dshe.gov.bd এসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলাে আপলােড করা হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরি অনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে ।

HSC এসাইনমেন্ট সমাধান

আঞ্চলিক পরিচালক/উপপরিচালক(কলেজ)/সহকারী পরিচালক (কলেজ) এর জন্য নির্দেশনাঃ

(১). প্রতিটি প্রতিষ্ঠান সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছেন কিনা তা নিশ্চিত করতে হবে; লকডাউন চলমান থাকলে অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমার ক্ষেত্রে সে আলােকে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিতে হবে;

(২). অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়নের যথার্থতা ও নির্ভরযােগ্যতা নিশ্চিত করতে হবে।

(৩). মূল্যায়ন শেষে শিক্ষার্থীদের সাফল্য ও দুর্বলতা চিহ্নিত করে শিক্ষকগণ সুনির্দিষ্ট মন্তব্য করেছেন কিনা তা পরিবীক্ষণ করতে হবে; প্রয়ােজনে শিক্ষক কর্তৃক মূল্যায়নের ব্যাখ্যা গ্রহণ করতে হবে।

(৪). প্রতিটি প্রতিষ্ঠান মূল্যায়ন রেকর্ড নিম্নের ছক (excel format)

এইচএসসি এসাইনমেন্ট উত্তর

অনুযায়ী সংরক্ষণ করছে কিনা তা পরিবীক্ষণ করতে হবে।

(৫). এ কার্যক্রমে শিক্ষার্থী যেন কোন অনৈতিক চাপের মুখােমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযােগ পাওয়া গেলে দ্রুততার সাথে তদন্তপূর্বক বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(৬). এ সংক্রান্ত কোনাে স্পষ্টীকরণ প্রয়ােজন হলে সহযােগিতা করতে হবে;

(৭). ১৪/০৬/২০২১ তারিখ থেকে পর্যায়ক্রমে সপ্তাহ ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট বানির্ধারিত কাজ ছাড়া শিক্ষার্থীদের আর কোন ধরনের পরীক্ষা গ্রহণ বা বাড়ির কাজ যেন দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে; (২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রযােজ্য নয়);

(৮). মূল্যায়ন বিষয়ক এ নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট পৌছানাের বিষয়টি নিশ্চিত করতে হবে;

(৯). কোনাে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে অবস্থান করলে এবং তার পক্ষে সরাসরি অ্যাসাইনমেন্ট গ্রহণ/জমা দিতে সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলােচনাপূর্বক তার পরামর্শ মােতাবেক অ্যাসাইনমেন্ট গ্রহণ/জমার বিষয়টি সমাধান করতে হবে।

এইচএসসি এসাইনমেন্ট ১ম সপ্তাহ

এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর scaled
 

এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর আলোকে কলেজ অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা 2021 মাউশি’র অফিসিয়াল ওয়েবসাইট dshe.gov.bd -এ প্রকাশ করা হয়েছে। ১ম সপ্তাহের এইচএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ২০২১ আমাদের ওয়েবসাইটেও যুক্ত করা হয়েছে।

১ম সপ্তাহের নির্ধারিত কাজ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এসাইনমেন্ট দেওয়া হয়েছে মোট ০৬টি বিষয়ের উপর। বিষয়গুলো হলো বাংলা, পদার্থ বিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান। নিচে ১ম সপ্তাহের সকল বিষয়ের নির্ধারিত কাজ নিচে যুক্ত করা হল –

এইচএসসি বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২১

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা হলো বাধ্যতামূল বিষয়। অর্থাৎ এ বিষয়ের উপর সবারই নির্ধারিত কাজ জমা দিতে হবে । । প্রথম সপ্তাহে বাংলা এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে ‘অপরিচিতা’ গল্প থেকে ।

১. ‘অপরিচিতা’ গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয়।
২. অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত, এর বিবরণ।
৩. বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা/জানা কোনাে নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলাে নির্দিষ্টভাবে চিহ্নিত করা।
৪. পঠিত গল্প ও চেনা/জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলাে চিহ্নিত করা।

বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২১ scaled
এইচএসসি বাংলা এসাইসমেন্ট উত্তর দেখতে   এখানে ভিজিট করুন
এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

এইচএসসি হিসাব বিজ্ঞান ১ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১, এইচএসসি হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, এইচএসসি হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর:

হিসাবচক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন:

গৌতম এন্টারপ্রাইজ এর ৩১ জানুয়ারি ২০২১ সালের হিসাব উদ্বৃত্তগুলাে নিম্নরূপ ছিল।

নগদ ৮০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা ও পাওনাদার ৪৫,০০০ টাকা। ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সংঘটিত ঘটনাগুলাে নিম্নরূপ: ২০২১

ফেব্রু ১: দক্ষ ম্যানেজার ২০,০০০ টাকা বেতনে যােগদান করেন।

ফেব্রু ৫: ১৩% প্রদেয় নােটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।

ফেব্রু ৬: তিন মাসের শাে-রুম ভাড়া অগ্রিম প্রদান করা হলাে ১৫,০০০ টাকা ।

ফেব্রু ১২: ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশােধ করা হলাে ১,২০০ টাকা।

ফেব্রু ১৪: ১,০০,০০০টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন।

ফেব্রু ১৬: ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলাে ১,২০,০০০ টাকা (নগদে ৬০%,ধারে ৪০%)।

ফেব্রু ১৮: মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো ৩০,০০০ টাকা।

ফেব্রু ২০; একজন দেনাদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।

ফেব্রু ২২: প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলাে ৫,০০০ টাকা।

ফেব্রু ২৫: মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশােধ করা হলাে ১০,০০০ টাকা।

ফেব্রু ২৮: অগ্রিম প্রদত্ত ভাড়ার ০১ মাস অতিক্রান্ত হয়েছে।

একাদশ-দ্বাদশ হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্ট প্রশ্ন:

ক. ৫, ৬, ১৬, ২৮ তারিখের লেনদেনগুলাে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।

উত্তর দেখুন

হিসাববিজ্ঞান ক নং প্রশ্নের উত্তর:

১ম পত্র ক নং উত্তর scaled

খ. ১২, ১৮, ২২, ২৫ তারিখের লেনদেনগুলাে গৌতম এন্টারপ্রাইজ এর হিসাব বইতে লিপিবদ্ধ করাে। (ব্যাখ্যা ব্যতীত)

১ম পত্র খ নং উত্তর জাবেদা scaled

গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করাে।

ঘ. হিসাবচক্র (চিত্রসহ)।

এইচএসসি ১ম সপ্তাহের এসাইনমেন্ট বিষয় যা আছে

বিষয়

এইচএসসি ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক

বাংলা ১ম পত্রউত্তর লিংক
পৌরনীতি ও সুশাসন ১ম পত্রউত্তর লিংক
পদার্থ বিজ্ঞান ১ম পত্রউত্তর লিংক
অর্থনীতি  ১ম পত্রউত্তর লিংক
হিসাববিজ্ঞান ১ম পত্রউত্তর লিংক
যুক্তিবিদ্যা ১ম পত্রউত্তর লিংক

এই ৬ টি বিষয়ের উপর ১ম সপ্তাহের এসাইনমেন্ট সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই সব বিষয়ের ১০০% সঠিক সমাধান পেতে আমাদের পেজটিতে চোখ রাখুন । প্রতি সপ্তাহের এসাইনমেন্ট উত্তর সবার আগে এখানে পোস্ট করা হয়ে থাকে ।

এইচএসসি /ভোকেশনাল/আলিম সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর পেতে ক্লিক করুন

 

গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করাে।

ঘ. হিসাবচক্র (চিত্রসহ)।

শিখনফল বা বিষয়বস্তু

হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বইসমূহ প্রস্তুত ও সংরক্ষণ করতে পারবে।

ব্যবসায়ের লেনাদেন চিহ্নিত করে হিসাব সমীকরণে এগুলাের প্রভাব ব্যাখ্যা করতে পারবে।

লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণি অনুযায়ী চিহ্নিত করতে পারবে।

 

About ApplyForJob

Check Also

Nursing & Midwifery Admission 2023

Nursing & Midwifery Admission 2023

Nursing & Midwifery Admission 2023 Nursing & Midwifery Admission 2023: Bangladesh Nursing & Midwifery Admission …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *