এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১ (৪র্থ সপ্তাহ)

এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১ (৪র্থ সপ্তাহ)

এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১ (৪র্থ সপ্তাহ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর আগে, ২৬ জুলাই এসাইনমেন্ট গ্রিড, কভার পেজ ও দরকারি নির্দেশনা ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনাও প্রকাশিত হয়েছিল। প্রকাশিত সব এসাইনমেন্ট, নোটিশ, তথ্য এখানে দেয়া হলো। এছাড়া এসাইনমেন্টের উত্তর/সমাধানও (নমুনা) তুলে ধরা হলো।

৪র্থ সপ্তাহ এইচএসসি এসাইনমেন্ট সমাধান

এইচএসসি (২০২১) ৪র্থ সপ্তাহে গুচ্ছ-১ ও ৩ থেকে ১৪টি বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়েছে : গুচ্ছ-১ থেকে পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ এবং লঘু সংগীত।গুচ্ছ-৩ থেকে রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি এবং উচ্চাঙ্গ সংগীত।

এসাইনমেন্ট সমাধান
এইচএসসি এসাইনমেন্ট কভার পেজ ২০২১

HSC Assignment Answer 2021

২০২১ সালের এইচএসসি ৩য় সপ্তাহের এসাইনমেন্ট ৯ আগস্ট এবং ১ম ও ২য় সপ্তাহের এসাইনমেন্ট ২৬ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে। ২০২১ সালের সব এইচএসসি পরীক্ষার্থীকে এই এসাইনমেন্ট প্রদান ও গ্রহণের ক্ষেত্রে করোনা জনিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

hsc assignment 2021
এইচএসসি এসাইনমেন্ট গ্রিড
এছাড়াও দেখতে পারেন

এসএসসি পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

এসএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

এসএসসি পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্ট উত্তর ২০২১

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট উত্তর ২০২১

এসএসসি রসায়ন এসাইনমেন্ট উত্তর ২০২১

এসএসসি উচ্চতর গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১

এসএসসি ভূগোল ও পরিবেশ এসাইনমেন্ট উত্তর ২০২১

এসএসসি ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট সমাধান ২০২১

*** ৪র্থ সপ্তাহের সব বিষয়ের উত্তর শিগগিরই প্রকাশ করা হবে।

এইচএসসি এসাইনমেন্ট সকল বিষয় সমাধান

২০২১ সালের এইচএসসির অন্যান্য বিষয়ের এসাইনমেন্টের উত্তর শিগগিরই আমাদের সাইটে প্রকাশ করা হবে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণয়ন করা এসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের
পদার্থবিজ্ঞান,

রসায়ন,

জীববিজ্ঞান,

উচ্চতর গণিত,

ইতিহাস,

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,

পৌরনীতি ও সুশাসন,

অর্থনীতি, যুক্তিবিদ্যা,

সমাজবিজ্ঞান, সমাজকর্ম,

ভূগোল,

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,

হিসাববিজ্ঞান,

ফিন্যান্স,

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন,

আরবি, ইসলাম শিক্ষা,

শিশুর বিকাশ,

খাদ্য ও পুষ্টি,

গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন,

লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। এছাড়া ৪র্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না। সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও ৪র্থ বিষয়ের নম্বর যোগ করা হবে নৈর্বাচনিক ৩ বিষয়ের পরীক্ষা বা মূল্যায়নের নম্বরের সঙ্গে।

About ApplyForJob

Check Also

Nursing & Midwifery Admission 2023

Nursing & Midwifery Admission 2023

Nursing & Midwifery Admission 2023 Nursing & Midwifery Admission 2023: Bangladesh Nursing & Midwifery Admission …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *