এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান । ২য় সপ্তাহ
এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান । ২য় সপ্তাহ হিসাব বিজ্ঞান হলো একাদ্বশ-দ্বাদশ শ্রেণীর ব্যবসা/বাণিজ্য শাখার শিক্ষার্থীদের বাধ্যতামূলক বিষয়। প্রথম সপ্তাহে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট দেওয়া হয়েছিলো। ২য় সপ্তাহের জন্য এইচ এস সি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট ২য় পত্র সমাধান ২০২১ ও যতদ্রুত সম্ভবত নিচে দেওয়া হলো ।
হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ | ২য় সপ্তাহ
সপ্তাহ শুরুর পুর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলাে আপলােড করা হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরিঅনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।
এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। এখানে, এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো । হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তরসহ নিচে দেখুন ।
এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এসাইনমেন্ট দেওয়া হয়েছে মোট ০৬টি বিষয়ের উপর। বিষয়গুলো হলো
(১) ইংরেজি ১ম পত্র
(২) পদার্থ বিজ্ঞান ২য় পত্র
(৩) পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
(৪) অর্থনীতি ২য় পত্র
(৫) যুক্তিবিদ্যা ২য় পত্র
(৬) হিসাব বিজ্ঞান ২য় পত্র
নিচে ২য় সপ্তাহের হিসাব বিজ্ঞান ২য় পত্র বিষয়ের নির্ধারিত কাজ নিচে যুক্ত করা হল –
হিসাব বিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্ট
অ্যাসাইনমেন্টঃ অংশীদারি কারবারের মুনাফা বন্টন ও অংশীদারদের মূলধন নির্ণয় কর;
আবু, বাবু, এবং লাবু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের নীট লাভক্ষতির বন্টনের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১
২০২০ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল আবু ৪,০০,০০০ টাকা ; বাবু ৩,০০,০০০ টাকা ; লাবু ৪,০০,০০০ টাকা। আবু এবং লাবু তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৮,০০০ টাকা এবং ৬,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।
মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বাষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে আবু, বাবু এবং লাবু ব্যবসায় হতে যথাক্রমে ১২,০০০ টাকা ; ৬,০০০ টাকা এবং ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। বছরের মাঝামাঝি লাবু ব্যবসায়ে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে।
আবু এবং বাবু যৌথভাবে লাবুকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে, লাবু তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ৭০,০০০ টাকা পাবেন।
উপরিউক্ত সমন্বয়গুলাে সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নীট মুনাফা ৪,০০,০০০ টাকায় উপনীত হয়।
ক) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত করাে।
খ) অংশীদার আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করাে।
গ) লাবুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করাে।
শিখনফল/বিষয়বস্তু:
১. অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা প্রদান করতে পারবে।
২. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহ নিস্পত্তি করতে পারবে।
৩. লাভ-ক্ষতি বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে।
৪. অংশীদারদের মূলধন হিসাব ও অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি):
ক) পরিবর্তনশীল মূলধন পদ্ধতি,
খ) স্থায়ী মূলধন পদ্ধতি;
২০২২ এইচএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান সমাধান
যথাযথ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য দ্বিতীয় সপ্তাহের এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এসাইনমেন্ট এর নমুনা উত্তর প্রস্তুত করা হলো।
খ) অংশীদার আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করাে।
গ) লাবুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করাে।
১ম অংশঃ
২য় অংশঃ
পরবর্তি বিষয়ের উত্তর জানতে নিচের লিংকে ভিজিট করুন ।
HSC Assignment Answer 2nd week
বিষয় |
এইচএসসি ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক |
ইংরেজি ১ম পত্র | উত্তর লিংক |
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র | উত্তর লিংক |
পদার্থ বিজ্ঞান ২য় পত্র | উত্তর লিংক |
অর্থনীতি ২য় পত্র | উত্তর লিংক |
হিসাব বিজ্ঞান ২য় পত্র | উত্তর লিংক |
যুক্তিবিদ্যা ২য় পত্র | উত্তর লিংক |
এই ৬ টি বিষয়ের উপর ২য় সপ্তাহের এসাইনমেন্ট সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই সব বিষয়ের ১০০% সঠিক সমাধান পেতে আমাদের পেজটিতে চোখ রাখুন । প্রতি সপ্তাহের এসাইনমেন্ট উত্তর সবার আগে এখানে পোস্ট করা হয়ে থাকে ।
One comment
Pingback: নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - ApplyForJobs24