গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ ২০২১ঃ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Grameen Jano Unnayan Sangstha Job Circular
চাকরির ধরণ | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | গ্রামীণ জন উন্নয়ন সংস্থা |
মোট পদ | ০১টি |
পদের সংখ্যা | ১০০ জন |
বয়সসীমা | ২২-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি পাশ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ৩০ নভেম্বর ২০২১ |
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ জুনিয়র ফিল্ড অফিসার
পদের সংখ্যাঃ ১০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/এইচএসসি পাশ
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
বেতনঃ ২১,৮০০ টাকা ।
আগামী ৩০ নভেম্বর ২০২১ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌছাতে হবে।
আরও দেখতে পারেন |
- RIPS Summer Internship 2023 in the United States
- SQUARE TEXTILES DIVISION Job Circular 2023
- Jagannath University Job Circular 2023
- North-West Power Generation Job Circular 2023
- Aarong Job Circular 2023 – Apply Online
দরখাত্তের সাথে বায়োডাটা (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ও ২০০/- (দুইশত) টাকার অফেরৎযোগ্য পোষ্টরাল অর্ডার/ যেকোন তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য ১০০০০/- ( দশ হাজার ) টাকা জামানত প্রদান করতে হবে। বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, কর্মীকল্যানতহবিল ও গ্রাচুইটি সুবিধা আছে।
কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোটা পূর্ন থাকায় মহিলাদেরকে আবেদন না করার জন্য বলা হলো।
নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন । প্রতিদিনের চাকরির খবর দেখুন । |