১১-২০গ্রেডে সরকারি চাকরি পরীক্ষার সিলেবাসঃ সরকারি চাকরি পরীক্ষার সিলেবাস সাধারণত চাকরি পরীক্ষার কেউ সিলেবাস দেয় না। তবে ৩য় ও ৪র্থ শ্রেণির চাকরির জন্য সিলেবাস বহির্ভূত আর কিছু পড়ার দরকার নেই। বিগত সকল বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে আপনাদের জন্য এই সিলেবাস তৈরি করা হয়েছে। নিচে আপনারা গুরুত্বপুর্ন বিষয়গুলো দেখতে পারবেন । এবং প্রতিনিয়ত আপডেট চাকরি বিষয়ে সকল তথ্য এখানে দেখতে পারেন । এনজিও/কোম্পানি/বেসরকারি চাকরি /সরকারি চাকরিসহ প্রতিদিনের চাকরির খবর ।
Govt Job Syllabus 2021
এই সিলেবাসের সকল অংশই লিখিত এবং MCQ উভয় পরীক্ষার জন্য । এই সিলেবাস অনুযায়ী পড়লে ৯৭%+ কমন পড়বে বলে আশা করা যায়। নিচে বিষয় ভিত্তিক আলাদাভাবে দেয়া হল।
সরকারি চাকরি পরীক্ষার সিলেবাস
বিষয়ঃ বাংলা |
ব্যাকরন
- বানান শুদ্ধকরণ
- সমার্থক শব্দ
- বিপরীত শব্দ
- এক কথায় প্রকাশ
- বাগধারা
- সন্ধি
- অনুবাদ
- কারক
- সমাস
- পদ,পারিভাষিক শব্দ,
- লিঙ্গান্তর, যতি-ছেদ চিহ্ন
- ভাব-সম্প্রসারন, পত্র, দরখাস্ত, সংক্ষিপ্ত রচনা বা অনুচ্ছেদ (শুধুমাত্র লিখিত পরিক্ষার জন্য)
সাহিত্য বিষয়ক
- মুক্তিযুক্ত ও ভাষা আন্দোলন ভিত্তিক–
- উপন্যাসের নাম ও লেখক
- কবিতা ও কবির নাম
- গানের গীতিকার ও সুরকার
- ছায়াছবির নাম ও পরিচালক
বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখকদের উল্লেখিত বিষয়াদি
- জন্ম ও মৃত্যু তারিখ
- ১ম সাহিত্য কর্মের নাম
- পুরষ্কারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম
- ছদ্ম নাম ও উপাধি
- বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের জনক
- বাংলা সাহিত্যের প্রথম নাটক, উপন্যাস, কবিতা, মহাকাব্য
সরকারি চাকরির লেখাপড়া
বিষয়ঃ ইংরেজি |
ইংরেজি চাকরি পরীক্ষার অন্যতম কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মধ্যেই ইংরেজি ভীতি রয়েছে। তবে সঠিকভাবে প্রস্তুতি নিলে ইংরেজিতে ভালো করা সম্ভব। নিচের এই বিষয়গুলো ভালভাবে আয়ত্ত করতে পারলে লিখিত পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে ।
- Idioms and Phrases (Meaning & Make Sentence)
- Preposition
- Translation
- Transformations
- Correction (Word/Sentence)
- Narration
- Voice
- Fill in the gaps (Write the form of Verb)
- Synonym, Antonym
- Abbreviation, Analogy
- Paragraph (Only Written)
বিষয়ঃ গণিত |
চাকরি পরীক্ষায় গণিত অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশির ভাগ প্রার্থী গণিতে ভালো করতে না পারার কারণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তাই গণিত অংশটুকু অনেক ভাল করে সম্পন্ন করতে হবে।
পাটিগণিত
শতকরা, লাভ-ক্ষতি, ঐকিক নিয়ম, সুদ-কষা ও ক্ষেত্রফল বিষয়ক
অনুপাত-সমানুপাত, গড়, চৌবাচ্চা ও স্রোত বিষয়ক
বীজগণিত
উৎপাদক ও মান নির্নয়
ল.সা.গু, গ.সা.গু
জ্যামিতি
রম্বস, ট্রাপিজিয়াম, আয়ত, বর্গ, বিভিন্ন প্রকার কোণ, ত্রিভুজ (লিখিত পরিক্ষার জন্য সঙ্গা পড়তে হবে)
বিষয়ঃ সাধারণ জ্ঞান |
সাধারণ জ্ঞানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাম্প্রতিক বিষয়াবলী। এছাড়াও নিচের আলোচ্য বিষয়গুলো খুব ভালভাবে আয়ত্ত করতে হবে।
বাংলাদেশ
বাংলাদেশের সীমানা, আয়তন, পতাকা, জাতীয় প্রতীক, সীমান্তবর্তী স্থান, গুরুত্বপূর্ণ জেলাসমূহ
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, সাংবিধানিক পদ, জাতীয় সংসদ
গুরুত্বপূর্ণ দ্বীপ, পাহাড়-পর্বত, নদীবন্দর-সমুদ্রবন্দরের নাম, স্থানের প্রাচীন ও ভৌগোলিক নাম
নদ-নদীর নাম, সংযোগস্থল, প্রবেশস্থল,সমুদ্রসীমা, সমুদ্রসৈকত
বিশ্ব সংস্থায় বাংলাদেশের সদস্যপদ ও সাম্প্রতিক ঘটনা
গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও স্থাপনার এবং স্থপতির নাম
উন্নতজাতের ধান, তুলা, ফসল ও ফলের নাম
বাংলাদেশের উপজাতি ও তাদের বসবাস
প্রাচীন জনপদ, হাওড়, বিল
অর্থনৈতিক সমীক্ষা, মাথাপিছু আয়, বাজেট
গুরুত্বপূর্ণ চুক্তি, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা
বিখ্যাত স্থান, ব্যক্তি, আবিষ্কার, উল্লেখযোগ্য অর্জন
খেলাধুলা (ক্রিকেট, ফুটবল,অন্যান্য)
আন্তর্জাতিক
মহাদেশ ভিত্তিক ক্ষুদ্র ও বড় দেশ, নদী, সাগর-মহাসাগর, পর্বতমালা, হ্রদ-খাল, প্রণালী
বিখ্যাত সীমারেখা, দ্বীপ, মরুভূমির নাম
জাতিসংঘ ও এর অঙ্গসংস্থানের সদর দপ্তর ও সদস্য
আলোচিত দেশসমূহের আইনসভা, মুদ্রা, রাজধানী, বন্দরসমূহ
২টি বিশ্বযুদ্ধের তারিখ, সাল, অক্ষশক্তি, মিত্রশক্তি ও উল্লেখযোগ্য ঘটনা
আন্তর্জাতিক সংস্থাসমূহ
দীর্ঘতম, ক্ষুদ্রতম, গভীরতম, উচ্চতম…
নোবেল পুরষ্কার
তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার
সার্কভুক্ত দেশ
জনক, উপাধি, সম্মাননা, পুরষ্কার
খেলাধুলা
সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ বিষয়
বিষয়গুলো থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই এই বিষয়গুলোর সকল খুঁটিনাটি সম্পর্কে খুব ভালভাবে জানতে হবে। যেমন,
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
- পদ্মা সেতু
- মুজিব শতবর্ষ
- করোনা-কোভিড-১৯
- আমেরিকা নির্বাচন
- মেট্রোরেল প্রকল্প
- নোবেল পুরষ্কার
প্রয়োজন অনুসারে কিছু বিষয় পরিবর্তন/সংশোধন হতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে । এবং সাম্প্রতিক বিষয়গুলো বেশি খেয়াল রাখতে হবে । |
এছাড়াও দেখতে পারেন
- RIPS Summer Internship 2023 in the United States
- SQUARE TEXTILES DIVISION Job Circular 2023
- Jagannath University Job Circular 2023
- North-West Power Generation Job Circular 2023
- Aarong Job Circular 2023 – Apply Online