এসেনসিয়াল ড্রাগস কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি
এসেনসিয়াল ড্রাগস কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তিঃএসেনসিয়াল ড্রাগস গোপালগঞ্জ এর নতুন খবর ২০২১-সরকারি মালিকানাধীন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (Essential Drugs Company Limited Job Circular 2021), গোপালগঞ্জ প্রকল্পে নিম্ন লিখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। বিস্তারিত নিচে বিজ্ঞপ্তিসহ দেখুন ।
Essential Drugs Company Limited Job Circular 2021
চাকরির ধরণ | সরকারি চাকরি |
আবেদনযোগ্য জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | এসেনসিয়াল ড্রাগস কোম্পানী |
মোট পদ | ১০টি |
পদের সংখ্যা | ১৭জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম / এইচএসসি / ডিপ্লোমা |
অফিসিয়াল ওয়েবসাইট | edcl.gov.bd |
আবেদনের শেষ তারিখ | ১০ অক্টোবর ২০২১ |
এসেনসিয়াল ড্রাগস কোম্পানী নিয়োগ ২০২১
আগ্রহী প্রার্থীদেরকে ০৩ (তিন) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের সত্যারিত কপিসহ আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর ঠিকানা বরাবরে আবেদন করার জন্য বলা হচ্ছে। শুধুমাত্র শর্ট সিলিক্টেড প্রার্থীদের পরবর্তীতে সাক্ষাতকারের জন্য ডাকা হবে।
আরো দেখতে পারেন |
- RIPS Summer Internship 2023 in the United States
- SQUARE TEXTILES DIVISION Job Circular 2023
- Jagannath University Job Circular 2023
- North-West Power Generation Job Circular 2023
- Aarong Job Circular 2023 – Apply Online
বেশি পদ ও বিস্তারিত অভিজ্ঞতার জন্য আলাদাভাবে দেয়া সম্ভব হল না, তাই এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া হল। বাকিটা অফিসিয়াল সার্কুলারে দেখে নিন। এখানে মোট ১০টি পদ রয়েছে এবং পদের সংখ্যা ১ জন করে। প্রত্যেকটা পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়া বয়স সর্বোচ্চ ৩৫বছর পর্যন্ত আবেদন করা যাবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে ০৩ (তিন) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের সত্যায়িত কপিসহ আগামী ২০ মার্চ, ২০২১ তারিখের মধ্যে নিম্ন সাক্ষরকারীর (নিচে সার্কুলারে দেখুন) বরাবরে আবেদন করার জন্য বলা হচ্ছে। শুধুমাত্র শর্ট লিষ্টেড প্রাথীদেরকে সাক্ষাতকারের জন্য ডাকা হবে ।
সবার আগে সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। |