৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ। প্রিয় ছাত্র ও ছাত্রী বন্ধুরা, কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য- প্রতি সপ্তাহে আপনার জন্য ষষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণির এসাইনমেন্ট শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশের পরে, আমরা অবিলম্বে ৬ষ্ঠ,৭ম, ৮ম, ৯ম শ্রেণির উত্তর ২০২১ দিচ্ছি। আজকের পোস্টে, আমরা তোমাদের ষষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর শেয়ার করবো ।

নবম শ্রেণি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

আপনি কি ৯ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহর জন্য পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ সন্ধান করছেন? তাহলে, আপনি সঠিক জায়গায় চলে আসছেন কারণ আমরা এখানে ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন ও সমাধান প্রকাশ করেছি। আপনি আপনার শ্রেণির সমাধান প্রশ্নগুলিও দেখতে পারেন। আপনি যদি চান আপনার অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর সহজেই দেখতে পাবেন।

ক্লাস 9 পদার্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

ক্লাস 9 পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সম্পর্কিত সকল তথ্য আমাদের এখানে বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চান, তাহলে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালভাবে পড়ুন। তাহলে আশা করা যায় ক্লাস 9 এর পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আপনি আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন।

Class 9 physics Assignment Answer 2021 6th week

যেহেতু প্রত্যেক শিক্ষার্থী তাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট বিদ্যালয় জমা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। সুতরাং আমরা বলতে পারি যে, ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যাসাইনমেন্ট আপনার বিদ্যালয় জমা দিলেই আপনি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবেন।

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহের জন্য

পদার্থ scaled

 

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১,

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: ভৌতরাশি এবং পরিমাপ;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

১.১: পদার্থ বিজ্ঞান,

১.২: পদার্থবিজ্ঞানের পরিসর,

১.৩: পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ,

১.৩.১: আদি পর্ব (গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান),

১.৩.২: বিজ্ঞানের উত্থান পর্ব,

১.৩.৩: আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা,

১.৩.৪: সাম্প্রতিক পদার্থ বিজ্ঞান,

১.৪: পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য,

১.৪.১: প্রকৃতির রহস্য উদঘাটন,

১.৪.২: প্রকৃতির নিয়মগুলাে জানা,

১.৪.৩: প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ,

১.৫: ভৌতরাশি এবং তার পরিমাপ,

১.৫.১: পরিমাপের একক,

১.৫.২: উপসর্গ বা গুণিতক,

১.৫.৩: মাত্রা,

১.৫.৪: বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত,

১.৬: পরিমাপের যন্ত্রপাতি,

১.৬.১: স্কেল,

১.৬.২: ব্যালান্স (ভর মাপার যন্ত্র),

১.৬.৩: থামা ঘড়ি,

১.৭: পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :

১.তোমার পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩ নং পৃষ্ঠার চিত্র অনুসারে একটি স্লাইড ক্যালিপার্স আর্ট পেপারের সাহায্যে তৈরি করে এর সাহায্যে একটি মার্বেলের আয়তন (কাজের ধারাবর্ণনাসহ) নির্ণয় করো।

২.যদি তোমার পরিমাপে ১০% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ে শতাংশের হিসাবে ত্রুটি কিরুপ হবে গাণিতিক ব্যাখ্যা দাও।

নির্দেশনাঃ ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩ পৃ, এর কাজের ধারা অনুসরণ করবেন। সম্ভব হলে ইউটিউব এর সাহায্য নি

মূল্যায়ন রুব্রিক্সঃ

অতি উত্তম: ১। পরিপূর্ণমাত্রায় কাজের ধারাবাহিকতা ও গাণিতিক উপস্থাপন নির্ভূল। ২। সুত্রের যথাযথ ব্যবহার ৩। উপস্থাপনায় নিজস্বতা।

উত্তম: ১ -অধিকাংশ ক্ষেত্রে কাজের ধারাবাহিকতা ২। গাণিতিক উপস্থাপন নির্ভূল ৩। উপস্থাপনায় নিজস্বতা

ভাল: ১। গ্রহনযােগ্য মাত্রায় গাণিতিক উপস্থাপন। ২। গ্রহনযােগ্য মাত্রায় গাণিতিক উপস্থাপন কাজের ধারাবাহিকতা

অগ্রগতি প্রয়ােজন: ১। আংশিকমাত্রায় কাজের ধারবাহিকতা ২। আংশিকমাত্রায় গাণিতিক উপস্থাপন ৩। উপস্থাপনায় কৃত্রিমতা;

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর

কাজের ধারা : স্লাইড ক্যালিপার্সটি নিয়ে এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের মোট সংখ্যা কত তা লক্ষ্য করি। এরপর যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক (VC) বের করি।

এখন মার্বেলটির ব্যাস বরাবর স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে চোয়াল দুটিকে বস্তুর দুই প্রান্তের সাথে স্পর্শ করি। এই অবস্থায় ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে, সেই দাগের পাঠই হল প্রধান স্কেল পাঠ M নির্ণয় করি।

এই অবস্থায় ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেল এর যেকোনো একটি দাগের সাথে মিলে যায় তা নির্ণয় করা হলো। এটি ভার্নিয়ার সমপাতন V।

প্রয়োজনীয় হিসাবের সাহায্যে মার্বেলের ব্যাসার্ধ, আয়তন নির্ণয় করি।

হিসাব :

মার্বেলের ব্যাস পরিমাপের ক্ষেত্রে,
মূল স্কেলের পাঠ, M =1.7 inch
ভার্নিয়ার সমপাতন, V = 8
ভার্নিয়ার ধ্রুবক, VC = মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ÷ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা

= 0.1 inch ÷ 10
= 0.01 inch
মার্বেলটির ব্যাস, L = M+V×VC
= 1.7+8×0.01
=1.78 inch

আবার,

1 inch =2.54 cm
1.78 inch =(2.54×1.78) cm = 4.52 cm

সুতরাং, মার্বেলটির ব্যাস = 4.52 cm

তাহলে মার্বেলটির ব্যাসার্ধ = 4.52÷2 cm
= 2.26 cm
মার্বেলটির আয়তন = 4/3π R^3
= 4/3 × 3.1416 × (2.26)^3
= 48.35 cm^3
মার্বেলটির পরিমাপ করা আয়তন = 48.35 cm^3

যেহেতু মার্বেলটির আপেক্ষিক ত্রুটি 10% কাজেই মার্বেলটির ব্যাসার্ধ পরিমাপ করা হলে সবচেয়ে কম 2.034 cm এবং সবচেয়ে বেশি 2.48 cm হতে পারে।

নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

কাজেই আয়তন,

সবচেয়ে কম = 4/3π R^3
= 4/3 × 3.1416 × (2.034)^3
= 35.24 cm^3

এবং সবচেয়ে বেশি = 4/3π R^3
= 4/3 × 3.1416 × (2.48)^3
= 63.89 cm^3 হতে পারে।

কাজেই চূড়ান্ত ত্রুটি –
|48.35 – 35.24| = 13.11 cm^3

অথবা, |63.89 – 48.35| = 15.54 cm^3

যেহেতু দুটি সমান নয় আমরা বড়টি নেই। অর্থাৎ চূড়ান্ত ত্রুটি 15.54 cm^3
কাজেই আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি শতাংশ = (15.54/48.35×100)%
= 32.14%

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর

সকল শ্রেণির, সকল বিষয় এর এসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে এই সাইটের এই লিংটি সেভ করে রাখুন অথাব কোনো সোসাল মিডিয়া যেমন, ফেজবুক, ইমো, টুইটার, হোয়াটসএপ ইত্যদিতে শেয়ার করে রাখুন।

৯ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্টের উত্তর এবং আমরা ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রত্যেক সপ্তাহের প্রতিটি বিষয়ের জন্য ধাপে ধাপে এখানে আলোচনা করছি। সুতরাং আপনি এখান থেকে আমাাদের ওয়েব সাইটে applyforjobs24.com আপনার শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সংগ্রহ করতে পারেন।

বিষয় ৯ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসইনমেন্ট উত্তর লিংক
ইতিহাস ৯ম শ্রেণি ইতিহাস অ্যাসাইনমেন্ট উত্তর ৬ষ্ঠ সপ্তাহ
আইসিটি ৯ম শ্রেণি আইসিটি অ্যাসাইনমেন্ট উত্তর ৬ষ্ঠ সপ্তাহ
হিসাব বিজ্ঞান ৯ম শ্রেণি হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ৬ষ্ঠ সপ্তাহ

About ApplyForJob

Check Also

সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ যোগ্যতা ও অনলাইন আবেদন

সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ যোগ্যতা ও অনলাইন আবেদন

সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ যোগ্যতা ও অনলাইন আবেদন: -Nasing …

Leave a Reply