৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৭ম শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহ দেখুন।

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের এসাইনমেন্ট। নতুন করে সকল শ্রেণির পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান উত্তর ।

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর । তাই সকল শ্রেণির এসাইনমেন্ট এবং সমাধান নিয়ে আমরা আপনাদের সাথেই আছি applyforjobs24 এখানে ‍Shikha News ক্যাটাগরিতে  আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এসাইনমেন্ট ২০২১ইং – ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের সমাধান পাবেন( প্রতি সপ্তাহের ) খুব সহজেই সবার আগে সংগ্রহ করতে পারবেন ।৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর সংগ্রহ। নিচে দেখুনঃ

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট

গার্হস্থ্য scaled

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর

Domestic science) সপ্তম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ (৩য় সপ্তাহ)। ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এসাইনমেন্ট প্রশ্নের উত্তর ও সমাধান। অ্যাসাইনমেন্ট ২০২১ প্রশ্নের উত্তর ও সমাধান ডাউনলোড। ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ গার্হস্থ্য বিজ্ঞান দেখুন আজকের পোস্ট থেকে। অ্যাসাইনমেন্ট সমাধান পেতে চান। তারা আজকে আমাদের এই পোস্ট থেকে ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর ডাউনলোড করতে পারবেন। ৭ম শ্রেণি ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহের

প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর কপি হাতে পেয়ে গেছো। আমরা তোমাদের ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্টর এর সমাধন পত্র তৈরি করে ফেলিছি । নিচে মনোযোগ সহকারে দেখতে থাকুন ।

প্রথম অধ্যায়: ১. গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ

পাঠ: ১-গৃহ ব্যবস্থাপনার স্তর

পাঠ: ২-গৃহ সম্পদ

পাঠ: ৩-সম্পদের শ্রেণি বিভাগ

পাঠ: ৪-অর্থ, সময়, শক্তি

পাঠ: ৫-কাজ সহজকরণের কৌশল

বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তােমার পক্ষে সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনায়/ ছাদে বাগান করার সুযােগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্যবিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরী করাে ।

বিবেচ্য বিষয়:

১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?

২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার. করবে?

৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছাে?

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর শুরু

১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?

৩নং প্রশ্নের উত্তরঃ

শহরের বাড়িতে ছাদ হলো উন্মুক্ত স্থান । সেখানে পরিকল্পনা অনুযায়ী ফলের বাগান ও ফলের বাগান করা যাবে । এবং কবুতরও পালন করা যাবে তবে জালি দিয়ে ঘেরানো থাকতে হবে ।

২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার. করবে?

২নং প্রশ্নের উত্তরঃ

কোদালঃ

শক্ত মাটি খুঁড়ে আলগা করতে ও বড় গাছ লাগাতে হলে কোদাল ব্যবহার করতে হয়। দাম গুনতে হবে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। কারওয়ান বাজার, পুরান ঢাকার সিদ্দিক বাজার কিংবা যেকোন কামারের দোকানে পাওয়া যাবে কোদাল।

বেলচাঃ

মাটি তুলে টবে বা ড্রামে সহজে তোলার কাজে ব্যবহার করা হয়। দাম নিতে পারে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে। বেলচা পাওয়া যাবে যে কোন হার্ডওয়ারের দোকানে।

শাবলঃ

ড্রাম বা টবের মাটি খোঁচানোর কাজে ব্যবহার করা হয় শাবল। দাম ৩০০ থেকে ‌৪০০ টাকার মধ্যে। কারওয়ানবাজার অথবা যেকোন কামারের দোকানে পাওয়া যাবে শাবল।

পিএইচ ও ময়েশ্চার মিটারঃ

মাটির আর্দ্রতা ও তাপমাত্রা মাপার কাজে ব্যবহৃত হয়। দাম ৮০০ থেকে ১৫০০ টাকা। পাওয়া যাবে যেকোনো সাইন্টিফিক দোকানে।

কাস্তেঃ

কাস্তে দিয়ে গাছের বিভিন্ন অংশ কাটতে হবে । এবং অন্যন্য কাজে এটি ব্যবহার করা যাবে  ইত্যাদি ।

৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছাে?

৩নং প্রশ্নের উত্তরঃ

শহরে পরিবেশে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ কম। নিজের ঘরে লাগানো একটি বাগান থাকলে সে সুযোগ কিছুটা হলেও মেলে। ফ্লাট বাসায় বড় জায়গা না পেলেও বারান্দায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নিয়ে গাছ লাগানো যায়। ছাদে বাগান করা যায় এবং ব্যস্ততার মধ্যেও দিনের কিছুটা সময় বাগানের জন্য খরচ করলে নানা উপকার মিলবে।

বাগানে নিয়মিত কাজ করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। জেনে নিন এ বিষয়ে কিছু তথ্য:

ছাদে বা বারান্দায় গাছ লাগিয়ে অক্সিজেনসমৃদ্ধ বিশুদ্ধ বাতাস পাবেন। সেখানে হাঁটলে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যাবে অক্সিজেন।

* বুক ভরে ফুলের ঘ্রাণ নিলে মনটাও চনমনে হয়ে উঠবে।

* একটু সবুজের ছোঁয়ায় নানা ইতিবাচক প্রভাব আসে মনের অবস্থার উপর।

* বাগানে নিয়মিত কাজ করা একটা চমৎকার ব্যায়াম। হাত পায়ের মাংসপেশি ও সন্ধির এই ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ে

* ১ ঘন্টা বাগানের কাজ করলে ১০০-২০০ ক্যালরি শক্তি ক্ষয় হয়।

* বাগানে কাজ করলে শারীরিক পরিশ্রম হয় তাই ওজন কমাতে এবং রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বি নিয়ন্ত্রণে এটি বিশেষভাবে কার্যকর।

* গাছের পরিচর্যায় ব্যস্ত থাকলে বিষন্নতা দূর হয় বিশেষজ্ঞরা বলেন সবুজ প্রাকৃতিক দৃশ্য মানুষের চোখে আরাম দেয় এতে চোখের ক্লান্তি দূর হয়।

* করোনার সময়কালে তোমার একাকী সময় এখানে কাটবে। ভালোভাবে লেখা পড়ায় মন বসবে।

class 7 home science assignment answer 3rd week

৭ম শ্রেণি সকল বিষয়ের এসাইনমেন্ট উত্তর 

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞানসহ আরো সকল অন্য বিষয়ের সপ্তম শ্রেণি ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর দেখুন

বিষয়

৭ম শ্রেণির এসাইনমেন্ট উত্তর ১ম,২য় ও ৩য় সপ্তাহ

গণিত

৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট উত্তর

কৃষি শিক্ষা

৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর

ইংরেজি

৭ম শ্রেণির ইংরেজি এসাইনমেন্ট উত্তর

ইসলাম শিক্ষা

৭ম শ্রেণির ইসলাম শিক্ষা এ্যাসাইনমেন্ট উত্তর

হিন্দুধর্ম এসাইনমেন্ট

৭ম শ্রেণির হিন্দুধর্ম এ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা

 ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর

About ApplyForJob

Check Also

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশনঃ বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন ,যেনারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *