৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১ ৩য় সপ্তাহ
প্রিয় ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রী বন্ধুরা তোমরা যারা ৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর খুঁচ্ছ বা কৃষি শিক্ষা এসাইনমেন্ট সঠিক সমাধান পাচ্ছ না, সে সকল সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর dshe.gov.bd কর্তৃক প্রকাশিত হওয়ার পর-পরই কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমস্যা সমাধান সহ নিখুঁত উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। Class 7 Agriculture Assignment Answer 3rd Week ক্লাস সেভেন এগ্রিকালচার এসাইনমেন্ট এনসার-উত্তর দেখুন সাথে সকল বিষয় এসাইনমেন্ট উত্তর নিচে টেবিল আকারে সাজিয়ে দিয়েছি, তোমরা বিষয় ভিত্তিক লিংকে ক্লিক করে কাঙ্খিত অ্যাসািইনমেন্ট উত্তর ২০২১ ৩য় সপ্তাহ জন্য দেখে নিতে পার। সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সাথে গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ মনে রাখবে ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি (৭ম শ্রেণির উদ্দেশ্যে) লেখার সময় তোমরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে কোনো ভূল তথ্য যেন অ্যাসাইনমেন্টের মধ্যে অন্তর্ভূক্ত না হয়। সেই সাথে তোমরা অনলাইন থেকে হুবুহু না তুলে একটু পরিবর্তন করার চেষ্টা করো যাতে করে তুমি অন্যের থেকে আলাদা।
৭ম শ্রেণি কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১
৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ ৬ষ্ঠ শ্রেণি কৃষি শিক্ষা উত্তর আরো অনেক সহজ যা তোমরা বানিয়ে বুনিয়ে লিখতে পারবে, যদি প্রয়োজন মনে কর আমাদের এপ্লাই ফর জবস্ ২৪.কম ওয়েবসাইটে ভালো করে সন্ধান করলেই পেয়ে যাবে অথবা নিচে দেখতে পার। উত্তর তোমাদের জন্য অনেক সহজ হবে, কারণ কৃষি শিক্ষা বিষয়টি খুবই সহজ। এটা তেমরা বানিয়ে লিখতে পারবে। শুধু সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট এর একটি নমুনা উত্তর দরকার। যেটা তোমরা এখানে পেয়ে যাবে।
সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ১ম, ২য়, ৩য় সপ্তাহ সকল উত্তর PDF Download
সপ্তম শ্রেণির ৫ম সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর দেথতে এখানে ক্লিক করুন..
বিষয় | ৭ম শ্রেণির সকল এসাইনমেন্ট উত্তর |
বাংলা | সপ্তম শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর |
ইংরেজি | ইংরেজি ৭ম শ্রেণি এসাইনমেন্ট উত্তর |
গণিত | গণিত এ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণি |
বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ৭ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর |
কৃষি শিক্ষা | কৃষি শিক্ষা উত্তর শ্রেণি সপ্তম |
বিজ্ঞান | ৭ম শ্রেণি বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর |
ইসলাম ধর্ম | ৭ম শ্রেণি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা উত্তর |
হিন্দু ধর্ম | ৭ম শ্রেণি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা উত্তর |
সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৩য় সপ্তাহ
শ্রেণিঃ ৭ম বিষয়ঃ কৃষি শিক্ষা
অ্যাসাইনমেন্ট কাজের ক্রমঃ এসাইনমেন্ট কাজ- ০১
কৃষি বই অধ্যায় শিরোনামঃ ১ম অধ্যায় – কৃষি ও আমাদের সংস্কৃতি
কৃষি পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত পাঠ নম্বর ও শিরোনাম ও বিষয়বস্তু
১: পরিবার গঠনে কৃষি
২: সমাজ গঠনে কৃষি
৩: কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা
৪: কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন পাঠ
৫: কৃষিজ উৎপাদনে বৈচিত্র্য
৬: উদ্যান ফসলের বৈচিত্র্য
৭: কৃষিতে প্রাণিজ উৎপাদনের বৈচিত্র্য
৮: বাংলাদেশের কৃষি ও সংস্কৃতি
৭ম শ্রেণির ছাত্র-ছাত্রী জন্য এসাইনমেন্ট নির্ধারিত কাজঃ
তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।
পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-
১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?
২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?
৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?
♦এ্যাসাইনমেন্ট উত্তর লেখার নির্দেশনা
১. অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ২০২১ শিক্ষাবর্ষের কৃষিশিক্ষা পাঠ্য বই এ প্রদত্ত প্রথম অধ্যায়ের পাঠ ১, ২ ও ৩ থেকে সহায়তা নেওয়া যেতে পারে।
২. এছাড়াও বিষয় শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট applyforjobs24 ও কৃষি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বর্গের সহায়তা নেওয়া যেতে পারে।
♦অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশক/রুব্রিক্সঃ
অতি উত্তম-
১. সকল প্রশ্নের উত্তরের বিষয়বস্তু পরিপূর্ণ মাত্রায় সঠিক ও ধারাবাহিক
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ
৩. লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
উত্তমঃ
১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক
২. তথ্য,ধারণা পাঠ্যপুস্তকের সাথে অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গতিপূর্ণ
৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।
ভালোঃ
১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক হলেও ধারাবাহিকতার অভাব
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে আংশিক সঙ্গতিপূর্ণ
৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
অগ্রগতি প্রয়োজনঃ
১. তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্নের উত্তরের বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব
২. নির্ধারিত তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতির অভাব
৩. অ্যাসাইনমেন্ট লেখার নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত
৩য় সপ্তাহ কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট উত্তর শুরু ২০২১ |
♦১নং প্রশ্নঃ পরিবারের মৌলিক চাহিদা পূরণে কৃষকের ভূমিকা?
⇒ উত্তরঃ মানুষের মৌলিক চাহিদাগুলো হলো: (i) খাদ্য (ii) বস্ত্র (iii) বাসস্থান (iv) চিকিৎসা (v) শিক্ষা
একজন কৃষক দেশের মানুষের চাহিদা পূরণ করে। কিন্তু দেশের চাহিদা পূরণ করার আগে সে তার পরিবারের চাহিদা পূরন করে। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা. বিনোদন ইত্যাদি পুরণ হয়ে ধাকে। বিভিন্ন ফসল উৎপাদন, পশুপাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে ধাকেন।
♦২নং প্রশ্নঃ তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহায়তাগুলো কি?
⇒ উত্তরঃ একজন আদর্শ কৃষক পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবারকে অর্থনৈতিক ভাবে সচল করতে পারে। কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন। এক্ষেত্রে উপার্জিত অর্থ পরিবারের যেকোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারেন।
♦৩নং প্রশ্নঃ আমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন?
⇒ উত্তরঃ কৃষি উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন- বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিযস্ত্র ইত্যাদির গ্রকে একে বিকাশ ঘটতে লাগলো। বেশী উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগল। যার ফলে অধিকাংশ মানুষ কৃষির দিকে ঝুকে পড়ে। একজন সার্থক কৃষক সঠিকভাবে কৃষিকাজ করে জন্যান্য কৃষিজীবিদের- আদর্শ হতে পারেন। অন্যসব কৃষকদেরও স্বাবলম্বী করতে পারেন।গ্রামের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। গ্রামের কৃষকদের সঠিক তথ্য দিয়ে কৃষি কাজে সহায়তা করতে পারেন। যার ফলে, গ্রামের কৃষিজীবীরা বেশি ফসল উৎপাদন করতে পাররে। এভারে আনা কষিজীবিরাও স্বাবলম্বী হতে পারেন।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট উত্তরঃ ১ম,২য় ও ৩য় সপ্তাহ |
atai khujchilm atkkn…thanks.