সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি । বাংলাদেশ পুলিশ, সিআইডি’র নিমোক্ত পদে নিয়োগে জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকগণ আবেদন করতে পারবেন । আগ্রহী প্রার্থীকে আবেদন করার জন্য নির্ধারিত ফরম ডাউনলোড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে । বাংলাদেশ পুলিশ, সিআইডি’র নিম্নোক্ত পদে সরাসরি নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে । আবেদন ফরম পাবার জন্য applyforjobs24.com একনজরে দেখে নিন । আমাদের আর ও চাকরির খবর দেখুন ।
Criminal Investigation Department CID Job Circular 2021
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | বিজ্ঞাপনে উল্লেখিত |
প্রতিষ্ঠান | বাংলাদেশ পুলিশ |
শূন্যপদ | ০৩টি |
পদের সংখ্যা | ১০জন |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি – স্নাতক |
বয়স | ১৮-৩০বছর |
ওয়েবসাইট | police.gov.bd |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ২৩ ডিসেম্বর ২০২১ |
পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৫টি
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি
বেতন-টাকাঃ ১২৫০০-৩০২৩০
পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যাঃ ০৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/উচ্চ মাধ্যমিক পাশ
বেতন-টাকাঃ ৯৩০০-২২৪৯০
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/মাধ্যমিক পাশ
বেতন-টাকাঃ ৮২৫০-২০০১০
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
আবেদনের সময়সীমাঃ ২৩/১২/২০২১
আবেদনের ঠিকানাঃ অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোয়ার্টার, মালিবাগ, ঢাকা-১২১৭
Cid নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পুলিশ Cid নিয়োগ
আবেদনের নিয়মাবলিঃ
১। আবেদনকারীকে আবেদন করার জন্য নির্ধারিত ফরম পূরণ করে স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে।
২। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোর্য়াটাস, মালিবাগ, ঢাকা-১২১৭ বরাবর পৌছঁতে হবে।
বাংলাদেশ পুলিশ সি আই ডি নিয়োগ
৩। চাকরিরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটার নাম উল্লেক করতে হবে।
bd cid job circular 2021
৫। পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা অতিরিক্ত আইজিপি, সিআইডি, ঢাকা বরাবর ট্রেজারী চালানের মাধ্যমে জমাদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাধে সংযুক্ত করতে হবে। চালান কোড: ১-২২১১-০০০০-২০৩১।
৬। আবেদনপত্রের সাথে নাম ঠিকান সম্বলিত ১০/- টাকার ডাকটিকেট লাগানো একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। ফেরত খামের সাইজ ১০×৪ ইঞ্চি।
বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ২৩-১২-২০২১ ইং অফিস চলাকালীন সময় পর্যন্ত
আরও দেখুন |
- Canada Immigration Family Sponsorship Process
- CSTU Job Circular 2023 Apply Now
- কবি সাহিত্যিকদের ছদ্মনাম
- Khulna Shipyard Limited Job Circular 2023
- বাংলার বিখ্যাত কবি সাহিত্যিক দের তালিকা