ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 2021
বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। পাঠকদেরকে স্বাগতম আমরা অত্যন্ত বিশ্বস্ত সূত্র হইতে পাঠকের মনোযোগ আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এবং রুচিসম্মত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেশের বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য তুলে ধরে থাকি। দেশের চলমান পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পরও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে আজকে আমরা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম কলেজ উপজেলা বাঞ্ছারামপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নীতিমালা ২০২১ সম্মেলনে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয় বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়। নিচে বিস্তারিত দেখুন ।
কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চাকরির ধরন | অস্থায়ী |
চাকরির প্রতিষ্ঠান | ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম কলেজ |
পদের সংখ্যা | ভিন্ন ভিন্ন |
বয়স | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি – স্নাতকোত্তর |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে |
এ.বি তাজুল ইসলাম কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পদ সংখ্যা ৪২ জন
পদের নাম :প্রভাষক-বাংলা ,ইংরেজি,তথ্যও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি,পৌরনীতি ও সুশাসন ,যুক্তিবিদ্যা,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,সমাজকর্ম,গার্হস্থ্যবিজ্ঞান ,ইসলামিক স্টাডিজ, ভুগোল , মনোবিজ্ঞান ,কৃষি শিক্ষা ,পরিসংখ্যান ,সাধারণ ইতিহাস ,ব্যবসায় সংগঠন ও ব্যবস্থপনা, হিসাববিজ্ঞান ,ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ,উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা ,পদার্থ বিজ্ঞন ,রসায়ন , জীববিজ্ঞান,গণিত
শুণ্য পদ: প্রাতি বিষয়ে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে সাময়িক/খন্ডকালীন/চুক্তিভিত্তিক/অস্থায়ী কারন NTRCA এর এখতিয়ার ।
পদের নাম :শরীর চর্চা শিক্ষক
শুণ্য পদ : ১ জন
পদের নাম: প্রদর্শক (,পদার্থ বিজ্ঞন ,রসায়ন , জীববিজ্ঞান,তথ্যও যোগাযোগ প্রযুক্তি
শুণ্য পদ: প্রতি বিষয়ে ১ জন করে
পদের নাম: সহকারি শিক্ষাক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
শুণ্য পদ :১ জন
পদের নাম: অফিস সহকারি কম্পিউটার হিসাব সহকারি
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ :১ জন
পদের নাম: অফিস সহকারি কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ :২ জন
পদের নাম: ল্যাব সহকারি ((,পদার্থ বিজ্ঞন ,রসায়ন , জীববিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ: প্রাতি বিষয়ে ১ জন
পদের নাম: অফিস সহয়ক
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ :১ জন
পদের নাম: নিরাপত্তা কর্মী
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ :১ জন
পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ :১ জন
পদের নাম: নৈশর প্রহরি
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
শুণ্য পদ :১ জন
পদের নাম: আয়া
শিক্ষাগত যোগ্যতা:জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ অনুসারে কলেজ এম.টপ. ও ভুক্ত হবে ।কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিতে হবে।
Captain AB Tajul Islam college Job Circular 2021
আরো দেখুন |
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সমুদয় কাগজ পত্রসহ আবেদন পত্র জমা দেওয়ার জন্য আহবান করা হলো ।কলেজ থেকে প্রদেয় বেতন /সম্মানী আলোচনা সাপেক্ষ। নিয়োগে শিক্ষা মন্ত্রণালয় ও NTRCA এর নির্দেশনা কাযকর হবে।প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক/সম্পূর্ণ পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই নিয়োগ সাময়িক/খন্ডকালিন/চুক্তিভিত্তিক /অস্থায়ী হিসেবে গণ্য হবে। ভার প্রাপ্ত অধ্যক্ষ । ০১৭৬২১৬১০৪৩। সভাপতি, ০১৭৭৯৮৩৩৩৩৩, ০১৭২০-১৮২৫৪৪। ই-মেইল profismailjama1419@gmail.com গ্রাম ও পো:বাহেরচর, উপজেলা:বাঞ্ছারামপুর,জেলা :ব্রাহ্মণবাড়িয়া
ক্যাপ্টেন এ.বি.তাজুল ইসলাম কলেজে নিয়োগ
ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম কলেজ এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছবি আকারে দেখুন নিম্নে তাদের নাম ও বিষয় পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মন্তব্য সহ বিস্তারিত আলোচনা করা হলো এবং ছবি আঁকার বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো। আপনার সুবিধা অনুযায়ী আপনি ছবিটি দেখে বিজ্ঞপ্তিটি শুনে দেখে পরে ভালো করে বোঝার পর আবেদন প্রক্রিয়া এর জন্য আপনি বিজ্ঞপ্তিটি ট্রেন করে অথবা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
উপরে বর্ণিত শর্তে অনুসরণে আপনার আবেদন করার পর কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে অবগত হনঃ কলেজ থেকে প্রদেয় বেতন বা সম্মানি নিয়ে আলোচনা সাপেক্ষে। শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ কার্যকর হবে, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন করার ক্ষমতা কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে, হিসেবে গণ্য হবে, অধ্যক্ষ ভারপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম কলেজ।
নিয়মিত আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেজবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন |