বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার কোম্পানি নিয়োগ ২০২২ঃ বিপিডিবি বাংলাদেশ এবং এনটিপিসি লিমিটেড (এনটিপিসি), ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল) বাগেরহাট জেলার রামপাল উপজেলায় একটি অত্যাধুনিক ২x৬৬০ মেগাওয়াট মৈত্রি সুপার থার্মাল পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে।
Bd-India Power Company Job Circular 2022
উক্ত কোম্পানি নিমলিখিত শূন্য পদে চুক্তি ভিত্তিতে অবিলম্বে নিয়োগের জন্য দক্ষ এবং অভিজ্ঞ বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে (ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি |
শূণ্যপদ | ০৫টি |
পদের সংখ্যা | ৫৮ জন |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক পর্যন্ত |
বয়সের সীমা | ১৮-৩০ বছর |
ওয়েবসাইট | www.bifpcl.com |
আবেদন শুরু | ১৩ জানুয়ারি, ২০২২ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ৩১ জানুয়ারি, ২০২২ |
বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার কোম্পানিতে চাকরি
আবেদনের নিয়মঃ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদনের ঠিকানাঃ bifpcl.teletalk.com.bd
আরও দেখুন |
- RIPS Summer Internship 2023 in the United States
- SQUARE TEXTILES DIVISION Job Circular 2023
- Jagannath University Job Circular 2023
- North-West Power Generation Job Circular 2023
- Aarong Job Circular 2023 – Apply Online
বিআইএফপিসিএল এর পলিসি অনুযায়ী মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচ্ইটি এবং অন্যান্য ফ্রীঞ্জ বেনিফিট পরিশোধ করা হবে। আয়কর কর্মচারী নিজে পরিশোধ করবে ।
চাকুরীর প্রকৃতি সম্পূর্ণ চুক্তিভিত্তিক । বিআইএফপিসইএল এর বিদ্যমান বা সময়ে সময়ে সংশোধিত পলিসি অনুসারে চাকুরীর প্রাথমিক চুক্তির মেয়াদ ০১ বছরের শিক্ষানবিশকালসহ মোট ০৩ (তিন) বছর যা সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে পরবর্তীতে ০৩ (তিন) বছর অন্তর নবায়নের ভিত্তিতে প্রার্থীর ৬০ (ষাট) বছর বয়স পর্যন্ত প্রযোজ্য ।