সাধারণ আনসার নিয়োগ ২০২২
সাধারণ আনসার নিয়োগ ২০২২ সাম্প্রতিক প্রকাশিত হয়েছে। Bangladesh ansar vdp সাধারণ আনসার ২০২২ পদে ৮৪০ জন লোক নিয়োগ দেবে । এটি একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, সংরক্ষণ ও আইন প্রয়োগের জন্য গঠিত একটি বাহিনী। এটি পরিচালনা করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আনসার আসলে একটি আরবি শব্দ। যার অর্থ সাহায্যকারী। মুহাম্মদ (সা.) এর সাথে মক্কা থেকে মদীনায় হিজরত করে আসা মুহাজিরদেকে সাহায্য করেন বিশেষ করে তাদের বুঝায়। বর্তমানে তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত এই বাহিনীটি। সুতরাং এমন একটি পেশায় যোগদান করা গৌরবের কাজ।
Ansar job circular 2022
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | বিজ্ঞাপনে উল্লেখিত জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | সাধারন আনসার ভিডিপি |
শূন্যপদ | আনসার ব্যাটালিয়ন |
পদের সংখ্যা | ৮৪০ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি/৮ম শ্রেণি |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭ মার্চ ২০২২ |
আবেদনের মাধ্যম | অনলাইনে (নিচে লিংক দেখুন) |
আবেদনের শেষ তারিখ | ০১ এপ্রিল, ২০২২ |
বাংলাদেশ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার
প্রশিক্ষণ গ্রহণের পর আপনি হবেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য এবং অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহনের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে । চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।
আরো দেখতে পারেন |
- Apply For Canadian Experience Class (CEC) Eligibility
- Ontario Engineers Remove Canadian Work Experience
- Canada Agriculture Farming Jobs 2023
- সকল পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- Garments & Textile latest Job Circular 2023
সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদন নিয়ম: ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পুরণ করে দাখিল করা যাবে।
Sadharon Ansar VDP Job Circular 2022
রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ০১/০৪/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত।
সাধারণ আনসার নিয়োগ
যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র:
(ক) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র
(খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি
(গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি
(ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
(ও) অন-লাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি
(চ) ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
(ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতােলা ০৪(চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।
[ রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে ] নিয়মিত আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেজবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন |