নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Rate this post

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নগদ বাংলাদেশের একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে সবচেয়ে কম খরচে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন এর সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। নগদ মোবাইল ব্যাংকিং চাকরি প্রত্যাশীদের জন্য জব সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদ এ কাজ করার জন্য জরুরী ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের মধ্যে অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ, উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ দেয়া হবে । আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন । নিচে বিস্তারিত দেখুন ।

nogod job circular 2023

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাচট্টগ্রাম জেলা
কোম্পানিনগদ
শূন্যপদ১টি
পদের সংখ্যাঅনির্দিষ্ট
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/স্নাতক
ওয়েবসাইটnagad.com.bd
আবেদনের শেষ তারিখ০৫ মার্চ ২০২৩
নগদ নিয়োগ বিজ্ঞপ্তি

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

কাজের ধরনঃ সম্পূর্ণ ফিল্ড ওয়ার্ক ভিত্তিক কাজ। প্রতিদিন ফিল্ডে গিয়ে কাস্টমারের সাথে কথা বলে টার্গেট অনুযায়ী নগদের একাউন্ট খোলা ও একাউন্ট এষ্টিভ করে দেয়া।

যোগ্যতাঃ কমপক্ষে এসএসসি পাশ, এইচএসসি কিংবা স্নাতক অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা আবেদন করলে অগ্রাধিকার পাবে।

নগদ জব সার্কুলার ২০২৩

কোম্পানিঃ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (নগদ)
পদবীঃ টেরিটরি অফিসার
কর্মঘন্টাঃ ৫-৬ ঘন্টা
কর্মস্থলঃ প্রার্থীর নিজ এলাকা
পেমেন্টঃ প্রতিটি সফল ও এক্টিভেটেড একাউন্টের একাউন্ট প্রতি ৪২ টাকা
করণীয় কাজঃ গ্রাহকের নগদ একাউন্ট খুলে দেয়া ও একাউন্ট এষ্টিভ করে দেয়া ।

nogod job circular

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনের শেষ তারিখঃ ০৫ মার্চ ২০২৩ ইং

টার্গেট পূরণে সর্বসাকুল্যে শর্ত ও বেতনঃ

  • ৩৫০ একাউন্ট এর অধিক হলে ১৪৭০০ ও বোনাস ৩,৩০০ টাকাসহ ১৮,০০০ টাকা
  • ৪০০ একাউন্ট এর অধিক হলে ১৬,৮০০ ও বোনাস ৪,২০০ টাকাসহ ২১,০০০ টাকা
  • ৫০০ একাউন্ট এর অধিক হলে ২১,০০০ ও বোনাস ৬,০০০ টাকাসহ ২৭,০০০ টাকা
  • ৬০০ একাউন্ট এর অধিক হলে ২৫,২০০ ও বোনাস ৮,৮০০ টাকাসহ ৩৪,০০০ টাকা

মোবাইল ব্যাংকিং নগদ নিয়োগ বিজ্ঞপ্তি

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রার্থীর অবশ্যই অপরিচিত মানুষের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর অবশ্যই স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।ফিল্ড ওয়ার্কে অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবে। টিম গঠন করে কাজ করতে পারলে টিম গঠনকারী বাড়তি সুবিধা পাবে।

আরও দেখতে পারেনঃ

নগদ নিয়োগ ২০২৩

নগদ সেবাসমূহঃ

যে কোনো অ্যাকাউন্টধারী ব্যাক্তি নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে। যে কোনো সময় বিভিন্ন স্থান থেকে অন্য নগদ অ্যাকাউন্টধারী এজেন্ট পয়েন্ট থেকে সেবা উপভোগ করতে পারেন। তাছাড়া গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে নিজেই নিজের অ্যাকাউন্ট চালু করতে পারেন।

(১) মোবাইলে এয়ারটাইম ক্রয়/রিচার্জের সুবিধা
(২) পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করা (পেমেন্ট)
(৩) বিদ্যুৎ বিল প্রদানসহ অন্যান্য বিল পরিশোধের সুবিধা
(৪) অ্যাকাউন্ট খোলা
(৫) অ্যাকাউন্ট টাকা জমা করা (ক্যাশ ইন)
(৬) একটি নগদ অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো (সেন্ড মানি)
(৭) অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন (ক্যাশ আউট)

নগদ নিয়ে কিছু কথাঃ

নগদ এর সদর দফতর ঢাকার বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত। আর্থিক পরিষেবাটি বাংলাদেশ ডাক আইন সংশোধনী। বিশেষত বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগ প্রণীত একটি স্বতন্ত্র আইন। বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক ১১ অক্টোবর ২০১৮ সালের দিকে এই ডিজিটাল আর্থিক সেবা চালু করা হয়। ২০১৯ সালে ২৬ মার্চ মাসে বাংলাদেশ এর ৪৯তম স্বাধীনতা দিবসের মাধ্যমে এটি কার্যক্রম শুরু করে।

নিয়মিত আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেজবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন

Leave a Comment