সেইপ প্রকল্প নিয়োগ ২০২২
সেইপ প্রকল্প নিয়োগ ২০২২ঃ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি) লি: এর আওতায় বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ প্রকল্প বাস্তবায়ন করিতেছে। এই প্রকল্পের অধীনে কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুর-এ নিচে লিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত উপযুক্ত নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহবান করা যাইতেছে।
SEIP Job Circular 2022
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | সেইপ (SEIP) |
মোট পদ | ০৪ টি |
পদের সংখ্যা | ০৮ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/বিএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ০৮ মে, ২০২২ |
সেইপ প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করিতে হইবে। খামের উপর অথবা ইমেইলের সাবজেক্টে এবং আবেদনপত্রে পদের নাম অবশ্যই উল্লেখ করিতে হইবে। উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষার সময় ও স্থান চিঠি বা টেলিফোনের মাধ্যমে জানানো হইবে।
আরও দেখুন |
- Get a free $500 Visa gift card
- How to Check Your Starbucks Gift Card Balance
- Begin Your Day With a Smile
- Draupadi Murmu Biography
- The Most Popular Real Money Casino Games
সেইপ প্রকল্প নিয়োগ ২০২২, Skills for Employment Investment Program (SEIP) কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। বাংলাদেশ স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম , সেইপ প্রকল্পে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি সুযোগ হতে পারে। SEIP jobs বেকারত্ব রোধে খুব গুরুত্ব দিয়ে যাচ্ছে। এটি বেকার ও যোগ্য চাকরির প্রার্থীরা এই সুন্দর সুযোগটি নিতে পারেন।
Skills for Employment Investment Program (SEIP)
আপনি যদি সেইপ প্রকল্পে চাকরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিত। Skills for Employment Investment Program SEIP Job Circular 2022 এর সকল তথ্য ও বিস্তারিত উপরে প্রদান করা হল।
রিলেটেড বিষয়ঃ সেইপ প্রকল্প ২০২২ , সেইপ প্রকল্প নিয়োগ ২০২২ , সেইপ প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি , Skills for Employment Investment Program SEIP Job Circular 2022 , স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি , সেইপ প্রকল্পে চাকরি , SEIP Job Circular , SEIP Jobs Circular ,SEIP project Job Circular 2022 , SEIP project Jobs Circular , SEIP project Circular, সেইপ প্রকল্প জব সার্কুলার ,সেইপ বাংলাদেশ ,সেইপ প্রজেক্ট নিয়োগ ।
সারসংক্ষেপ