বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগঃ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর স্থায়ী পদে সরাসরি নিয়োগের লক্ষ্য পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এবার শুধু পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। পদের নাম, যোগ্যতা, বেতনসহ সকল তথ্য এক নজরে দেখে নিন।
BIDS Job Circular 2023
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান |
মোট পদ | ০৭টি |
পদের সংখ্যা | অনির্দিষ্ট |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ স্নাতকোত্তর |
ওয়েবসাইট | bids.org.bd |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ৩১ মে ২০২৩ইং |
বিআইডিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের শেষ তারিখঃ ৩১ মে ২০২৩ইং
আবেদনের শেষ তারিখঃ ২০ এপ্রিল ২০২৩ইং
আরও দেখুন |
- Ministry of Information MOI Job Circular 2023
- Banglalink Job Circular 2023 Apply online
- BGB Job Circular 2023 Border Guard Bangladesh
- ওমান ভিসা চেক অনলাইন
- অনলাইনে দুবাই ভিসা চেক করুন
শূণ্যপদঃ সিনিয়র রিসার্স ফেলো
শিক্ষাগত যোগ্যতাঃ পিএইচডি ডিগ্রিসহ ৮ বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা এবং ৫টি জার্নাল পাবলিকেশন্স
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
বেতনঃ ৫০০০০-৭১২০০/-
শূণ্যপদঃ রিসার্স ফেলো
শিক্ষাগত যোগ্যতাঃ পিএইচডি ডিগ্রিসহ ২ (দুই) বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা এবং দুইটি জার্নাল পাবলিকেশন্স (বিডিএস স্ট্যান্ডার্ড)
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-
পদের নামঃ প্রোগ্রামার
শিক্ষাগত যোগ্যতাঃ পরিসংখ্যান/গনিত/অর্থনীতি/বাণিজ্যে সম্মানসহ স্নাতকোত্তর, প্রোগ্রামিং-এ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত শিখিলযোগ্য। আইবিএম ডাটা প্রসেসিং স্ট্যাটিসটিক্যাল অথবা একাউন্টিং, সিস্টেম প্ল্যানিং, টেবুলেশন ইত্যাদি বিষয়ে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা।
পদের সংখ্যাঃ ১টি
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/=
পদের নামঃ সহকারি গ্রন্থাগারিক
শিক্ষাগত যোগ্যতাঃ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেটসহ স্নাতক।
পদের সংখ্যাঃ ১টি
বেতনঃ ১১৩০০-২৭৩০০/=
পদের নামঃ লাইব্রেরি এটেন্ডেন্ট
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ। লাইব্রেরিস্থ বইপত্র তাকে রাখা এবং সাজানো, পরিস্কার পরিচ্ছন্নতায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদের সংখ্যাঃ ১টি
বেতনঃ ৮৮০০-২১৩১০/=
পদের নামঃ অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাশ।
পদের সংখ্যাঃ ২টি
বেতনঃ ৮২৫০-২০০১০/=
আবেদনের নিয়মাবলী
আবেদনপত্রের সাথে “সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা” শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, ঢাকা এর অনুকূলে ০১ নং পদের জন্য ৫০০/- এবং ০২ থেকে ০৪ নং পদের জন্য ৩০০/- টাকার পে-অর্ডার/ডিডি অফেরতযোগ্য) দাখিল করতে হবে।
পরীক্ষায় পাশের প্রাপ্ত বিভাগ/শ্রেণী/জিপিএ, পাশের সন উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ১১/০৩/২০২১ তারিখে আবেদনকারীর বয়স এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর উল্লেখসহ) সম্বলিত আবেদনপত্র, সম্প্রতি তোলা ০৩ কপি পার্সপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র,
অন্যান্য অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আগামী ১৫/০৪/২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭ আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
অসম্পূর্ণ ও ক্রটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পর কেবল উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে।
খামের উপর বামপাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। বিআইডিএস একটি সমসুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।