প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ) দেখুন আমাদের এখানেঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের প্রথম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ে মডেল টেস্ট তৈরি করেছেন , এখানে সবমিলে ১০০ টি প্রশ্নব্যাংক তৈরী করা হয়েছে । আশা করি এখান থেকে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন । নিচে প্রশ্নের উত্তরসীট ও দেওয়া রয়েছে , আপনারা সহজ ভাবেই সবকিছু বুঝতে পারবেন ।

Primary Teacher Job Model Test 2023

১. ফুলে ফুলে ঘর ভরেছে—এই বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকের কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী

২. ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) শারি
খ) সারী
গ) সাড়ী
ঘ) শারী

৩. ‘পশু+অধম’–এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম

৪. ‘ঘরজামাই’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ঘরে থাকা জামাই
খ) ঘরের জামাই
গ) ঘরে আশ্রিত জামাই
ঘ) ঘরের মতো জামাই

৫. ‘শান্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) শাম্+তি
খ) শম্+তি
গ) শান্ত+ই
ঘ) শম্+ক্তি

৬. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ এখানে ‘আনচান’ কোন উপসর্গযোগে গঠিত শব্দ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) বিদেশি

প্রাইমারি

৭. ‘কোঁত কোঁত’ শব্দটি কোন শব্দদ্বিত্বের উদাহরণ?
ক) অনুকার
খ) পুনরাবৃত্ত
গ) ধনাত্মক
ঘ) অনুকার

৮. ‘কূপমণ্ডূক’ শব্দে মণ্ডূক শব্দের অর্থ কী?
ক) ভেক
খ) অহি
গ) হিরণ
ঘ) কলঘোষ

৯. ‘বেতাল হাওয়া’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক) তামার বিষ
খ) টনক নড়া
গ) তুমুল কাণ্ড
ঘ) তালকানা

১০. ‘ঊনকোটি চৌষট্টি’ বাগধারাটির অর্থ কী?
ক) প্রায় সম্পূর্ণ
খ) পুরোপুরি সম্পূর্ণ
গ) অর্ধেক সম্পূর্ণ
ঘ) সম্পূর্ণবিহীন

১১. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
ক) ব, ভ
খ) চ, ছ
গ) ত, থ
ঘ) প, ফ

১২. কোন বানানটি অশুদ্ধ?
ক) স্বায়ত্তশাসন
খ) শুশ্রুষা
গ) মুহুর্মুহু
ঘ) জন্মবার্ষিকী

১৩. ‘রম্ভার ঝুড়ি’ এখানে ‘রম্ভা’ মানে কী?
ক) আঙুর
খ) কলা
গ) আপেল
ঘ) আনারস

১৪. উপচিকীর্ষা শব্দের বিপরীত শব্দ কী?
ক) অপচিকীর্ষা
খ) অনাচিকীর্ষা
গ) অধিচিকীর্ষা
ঘ) অনুচিকীর্ষা

১৫. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ
খ) ওলন্দাজ
গ) হিন্দি
ঘ) ফরাসি

১৬. ‘রসগোল্লা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) ঝান্ডু দা
খ) খনা দা
গ) সেন্টু দা
ঘ) মিন্টু দা

১৭. ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’ বিখ্যাত পঙ্‌ক্তিটি কার?
ক) মোহিত লাল মজুমদার
খ) মহাদেব সাহা
গ) শঙ্খ ঘোষ
ঘ) সুভাষ মুখোপাধ্যায়

১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন নাটকের প্রেক্ষাপট?
ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ) মুক্তিযুদ্ধের শেষ
ঘ) মুক্তিযুদ্ধের মাঝখানে

১৯. ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্য
ঘ) প্রবন্ধ

২০. ‘আযান’ কবিতাটি কার রচিত?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) আহসান হাবীব
ঘ) কায়কোবাদ

মডেল টেস্ট-এর উত্তর
১.খ ২.খ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ঘ

প্রাইমারি মডেল টেস্ট পরীক্ষার প্রস্তুতি ২০২৩

১. ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ নিয়ে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী হয় কোন শহরে?
ক) নিউইয়র্ক খ) লন্ডন
গ) প্যারিস ঘ) টরন্টো

২. দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে কী বলে?
ক) সাইক্লোন খ) হ্যারিকেন
গ) টাইফুন ঘ) এল-নিনো

৩. সাইক্লোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক) Kyklos খ) Kyclos
গ) Kiclos ঘ) Kyclosa

৪. টেস্টিং সল্ট পরিচিত কী নামে?
ক) সোডিয়াম গ্লুটামেট খ) সোডিয়াম কার্বোনেট
গ) সোডিয়াম স্টিয়ারেট ঘ) সোডিয়াম ক্লোরাইড

৫. একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড মেশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। দ্রবণটি কী ?
ক) মিথাইল রেড খ) মিথাইল অরেঞ্জ
গ) ফেনফথ্যালিন ঘ) লিটমাস দ্রবণ

৬. ‘প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব’ বইটির লেখক কে?
ক) চার্লস ডারউইন খ) ল্যামার্ক
গ) হার্বাট স্পেনসার ঘ) অ্যারিস্টটল

৭. নারী ও কন্যা শিশুদের শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার প্রদান করেন?
ক) ইউনিসেফ খ) ইউনেস্কো
গ) ইউএনএফপিএ ঘ) আইএলও

৮. নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড?
ক) অ্যাসিটিক অ্যাসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক অ্যাসিড
ঘ) নাইট্রিক অ্যাসিড

৯. ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়’ এ কথাটি কে বলেছেন?
ক) ফিদেল কাস্ত্রো
খ) রাউল কাস্ত্রো
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) সাদ্দাম হোসেন

১০. বিশ্ব মেধাসম্পদ দিবস কবে পালিত হয়?
ক) ২৬ এপ্রিল খ) ২৬ মে
গ) ২৬ জুন ঘ) ২৬ জুলাই

১১. মুক্তিযুদ্ধের সময়কালে ‘Tilt Policy’ গ্রহণ করে কোন দেশ?
ক) ভারত খ) চীন
গ) রাশিয়া ঘ) যুক্তরাষ্ট্র

১২. ইউক্রেনের রাজধানীর নাম কী?
ক) কিয়েভ খ) দোনেৎস্ক
গ) লুহানস্ক ঘ) মারিউপোল

১৩. অসমাপ্ত ‘অদ্ভুতসাগর’ সমাপ্ত করেন কে ?
ক) বল্লাল সেন খ) লক্ষ্মণ সেন
গ) হেমন্ত সেন ঘ) বিজয় সেন

১৪. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
ক) দুই নদীর মধ্যবর্তী ভূমি
খ) দুই দেশের মধ্যবর্তী ভূমি
গ) দুই সাগরের মধ্যবর্তী ভূমি
ঘ) দুই সভ্যতার মধ্যবর্তী ভূমি

১৫. এডমন্ড হিলারি কত সালে প্রথম এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেন?
ক) ১৯৫২ সালে খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৫ সালে

১৬. টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
ক) ৮ খ) ১৭ গ) ১৫ ঘ) ২৪

১৭. টেকসই উন্নয়ন অভীষ্ট কত নম্বর এ ‘জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলার জন্য জরুরি কর্মব্যবস্থা গ্রহণ’ বলা আছে?
ক) ১৩ খ) ১৪ গ) ১৫ ঘ) ৭

১৮. ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি

১৯. বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) শিব নারায়ণ দাস খ) কামরুল হাসান
গ) এ এন সাহা ঘ) আবদুর রহমান

২০. বাংলাদেশ অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
ক) ২৪০০ বর্গ মাইল খ) ৬০১৭ বর্গ মাইল
গ) ৪৮০০ বর্গ মাইল ঘ) ৫৬০০ বর্গ মাইল

ppppp
মডেল টেস্ট- এর উত্তর
১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ক ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.ক

প্রাইমারি মডেল টেস্ট প্রশ্ন ও উত্তর ২০২৩

মডেল টেস্ট–এর উত্তর
১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.গ ১১.খ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.ঘ
২১.গ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.খ ৩১.ঘ ৩২.গ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.গ ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.গ ৪১.ঘ ৪২.ক ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.গ ৫০.ঘ ৫১.খ ৫২.খ ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.ক ৬০.ঘ ৬১.খ ৬২.ক ৬৩.খ ৬৪.খ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.গ ৬৯.ক ৭০.গ ৭১.খ ৭২.গ ৭৩.ঘ ৭৪.খ ৭৫.খ ৭৬.ঘ ৭৭.ঘ ৭৮.গ ৭৯.ক ৮০.ক ।

Primary Teacher Job Model 2023

Primary 1
Primary 2
Primary 3
PrimarY 4

উত্তর
১.ক ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.ক ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ক

আরও দেখুন

About ApplyForJob

Check Also

ডিগ্রি উপবৃত্তি ২০২৩

ডিগ্রি উপবৃত্তি ২০২৩

ডিগ্রি উপবৃত্তি ২০২৩ ডিগ্রি উপবৃত্তি ২০২৩ঃ Degree Scholarship, স্নাতক(পাস ) উপবৃত্তি ২০২৩ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *