নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশনঃ বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন ,যেনারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন খুঁজতেছো তেনারা সঠিক জায়গায় এসেছো। আজকে আমরা আমাদের লেখাটি আলোচনা করবো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন নিয়েই ।

কেননা এ বিষয়টি নিয়ে অনেকেই বুঝতে পারে না বা বুঝতে অনেক কঠিন মনে হয় । আবার অনেকে ভীত হয়ে যায় পরীক্ষার আগে কি পড়ব আর কি বা বাদ দিব , কোথায় গেলে ভালো সাজেশন পাবো এগেুলো সমস্যা থেকে থাকে । তাই আজ আমরা এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্ঠা করতেছি । যদি লেখাটিতে আপনার বিন্দু পরিমান উপকারে আসে, সেই প্রত্যাশায় আমাদের এগিয়ে যাওয়া ।

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন

নার্সিংয়ে চান্স পেতে দরকার কঠোর পরিশ্রম । কঠোর পরিশ্রম ছাড়া নার্সিংয়ে চান্স পাওয়া সম্ভব নয় । বর্তমানে মানুষ সবচেয়ে বেশি অগ্রহী যে পেশার দিকে সেটি হলো নাসিং পেশা।নাসিং পেশার মাধ্যমে যেভাবে মানুষের সেবা করা যায় অন্য কোন পেশার মাধ্যমে এমন সেবা করা যায় না ।

নার্সিং পরীক্ষার সাজেশন

সুতারাং অধিকাংশ শিক্ষার্থীর ইচ্ছা থাকে সরকারী নাসিং কলেজে চান্স পাওয়ার। বিএসসি নাসিং ভর্তি পরীক্ষা যে যে বিষয়ের উপর প্রশ্ন থাকবে সেগুলো হলো বাংলা ,ইংরেজী,গণিত,সাধারণ বিজ্ঞান,সাধারণ জ্ঞান । আমরা এখানে প্রতিটা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো।

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন
নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন

বিএসসি ইন নার্সিং বাংলা সাজেশন

বিএসসি নাসিং ভর্তি পরীক্ষায় বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট।বাংলায় মার্ক থাকবে ২০ । আমরা অনেকেই আছি যারা জানি না বাংলার কোন কোন অংশগুলো পড়তে হবে,কোন কোন অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে । আমরা এখানে আলোচনা করবো বাংলার কোন কোন অংশ থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে ।

  • বাংলা সাহিত্য
  • সাহিত্যিকদের প্রকৃত নাম ,ছদ্ম নাম,উপাধি
  • পত্র পত্রিকা ও সম্পাদকের নাম
  • বাংলাদেশের বিভিন্ন কবি ও সাহিত্যিকদের পরিচয় ও তাদের সাহিত্যকর্ম
  • বাংলা ব্যাকারণ(কারক,বিভক্তি ,সমাস,পদ,অনুসর্গ,বাক্য,ধ্বনি,বর্ণ,শব্দ,সন্ধি,প্রকৃতি ও প্রত্যয়,সমার্থক শব্দ,ইত্যাদি বিষয়গুলো ভালো ভাবে পড়তে হবে)

গনিত সাজেশন

বিএসসি নাসিং ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয় গণিত । গণিতে মার্ক থাকবে ১০ । এখানে গণিত সাজেশন নিয়ে আলোচনা করবো । ১থেকে ১০ম শ্রেণীর গণিত বইটা ভালো করে আয়ত্ত করতে হবে তবেই ভালো ভাবে গনিত এর সমাধানগুলো কিল্য়ার হয়ে আসবে ।

পাটিগণিত থেকে যেসব বিষয় মনে রাখতে হবে:

১.মৌলিক সংখ্যা,কৃত্রিম সংখ্যা,বিভাজ্যতা,
২.মূলদ ও অমূলদ সংখ্যা
৩.ভগ্নাংশ,শতকরা
৪.একক নিয়ম
৫.ল.সা.গু এবং গ.সা.গু
৬.লাভ ক্ষতি
৭.সুদ-কষা,গড়

পাটিগণিত থেকে উপরিক্ত টপিকগুলো ভালো ভাবে আয়ত্ত করতে পারলে পরীক্ষায় গণিতে ভালো মার্ক পাওয়া যাবে।

বীজগণিত:বীজগনিতে যেগুলো পড়তে হবে সেগুলো হলো

.বীজগণিতের বিভিন্ন সুত্রগুলো ভালো করে পড়তে হবে।
২.উৎপাদকে বিশ্লেষণ,ধারা
৩.সুত্র থেকে মান নির্ণয় ইত্যাদি

বীজগণিতের উপরোক্ত টপিকগুলো ভালো করে পড়লে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া সম্ভব।

জ্যামেতি:জ্যামেতির গুরুত্বপুর্ণ বিষয়গুলো হলো

১.জ্যামেতির মৌলিক ধারণা
২.সামান্তরিক,আয়ত,রম্বস,বর্গ,ইত্যাদি সংঙ্গা
৩.বিভিন্ন প্রকার কোন কাকে বলে,কোনের মান
৪.বিভিন্ন প্রকার ত্রিভুজ এর সংঙ্গা
৫.বৃত্ত

নার্সিং সাধারণ বিজ্ঞান সাজেশন

জীববিজ্ঞান:নাসিং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান খুবই গুরুত্বপুর্ণ একটি সাবজেক্ট।বেশিরভাগ প্রশ্নই এখান থেকে হয়ে থাকে।তাই জীব বিজ্ঞানের অংশগুলো ভালো ভাবে পড়তে হবে।

১.বিজ্ঞাণীদের পরিচয় ও আবিষ্কার,কোষ ও কোষ এর গঠন,কোষ বিভাজন,কোষ রসায়ন,অণুজীব,শৈবাল ও ছত্রাক,
২.নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ,উদ্ভিদ শরীর তত্ত¡,প্রাণীর পরিচিতি ,কলা,টিস্যু,মানবদেহ,জীনতত্ত¡,চিকিৎসা বিজ্ঞান
৩.খাদ্য ও পুষ্টি,বিভিন্ন রকমের সংক্রামক রোগ,রক্তের গুপ,কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় ,ব্যাকটেরিয়া ইত্যাদি

পদার্থ বিজ্ঞান:পদার্থ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয়

১.রাশি,পরিমাপ,বলবিদ্যা,নিউটনের গতি সুত্র,বল,মহাকর্ষ, অভিকর্ষ,পড়ন্ত বস্তুর সুত্র,ক্ষমতা ,শক্তি,তাপের শোষন বিকিরণ,আপেক্ষিক তাপ,আলোর প্রতিফলণ ,বিভিন্ন প্রকার যন্ত্র,নিউক্লিয়ার ফিশন ফিউশন,ইত্যাদি বিষয়গুলো পড়তে হবে

রসায়ণ:রসায়নে গুরুত্বপূর্ণ বিষয়:

১.পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
২.মৌল ও প্রতীক
৩.পরমানুর গঠন
৪.পারমানবিক সংখ্যা,ধাতব পদার্থ,অধাতব পদার্থ,নিক্রিয় গ্যাস,
৫.এসিড ,ক্ষার,লবণ,তড়িৎ কোষ

বিএসসি নার্সিং সাধারণ জ্ঞান গুরুত্বপুর্ন বিষয়

বিএসসি নাসিং ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে ২০মার্কের প্রশ্ন হবে।সুতরাং সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । আমরা এখানে সাধারণ জ্ঞান এর গুরুত্বপুর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করবো । বিষয়গুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবেন ।

যেসকল বিষয় সাধারন জ্ঞানে এসে থাকে তাদের উৎসগুলো নিয়েই আমরা আলোচনা করলাম । এখানে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনাও রয়েছে, সেখান থেকেও সাধারন জ্ঞানে প্রশ্ন হয়ে থাকে ।

১. বাংলাদেশ,বাংলাদেশের ইতিহাস
২.মহান মুক্তিযুদ্ধ,বাংলাদেশের সংবিধান,বাংলাদেশের সরকার ব্যাবস্থা
৩.বাংলাদেশের জনসংখ্যা ,বাংলাদেশের অর্থনীতি,শিল্প ও বাণিজ্য,
৪.বাংলাদেশের জাতীয় বিষয়াবলি,পৃথিবী ও মহাদেশ পরিচিতি
৫.প্রাচীন সভ্যতা,অতি সাম্প্রতিক ঘটনাবলি,
৬.স্বাস্থ্য সম্পর্কিতো তথ্যাবলি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭.করোনা ভাইরাস

উপরোক্ত টপিকগুলো ভালো করে পড়লে সাধারণ জ্ঞান অংশে ভালো মার্ক পাওয়া যাবে।

নার্সিং ভর্তি পরীক্ষার সাজেশন 2023

আশা করি এখান থেকে উপরোক্ত তথ্যগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে । কেন না কেউ কেউ হয়তো জানেই না কোথায় কোথায় থেকে আসলে পড়তে হবে , কোন ধরনের টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে । এগুলো বিষয় জানা থাকলে পড়তেও ভালো লাগবে আর বিষয়গুলো জানার প্রতি আগ্রহ জন্মাবে । এভাবে প্রতিটি বিষয় ভালোভারে বা সহজভাবে ভাগ করে নিয়ে অনুশীলন করলে , অনেকটা সহজভাবে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন । এখানে আপনারা ভর্তি সম্পর্কে সাজেশনসহ সকল ধরনের ভর্তি বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন ।

About Apply For Jobs

Check Also

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Kazi Farms Job Circular 2023

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনেকদিন পর কাজী ফার্মস নতুন নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *