কুটির শিল্প নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪২টি পদে লোক নেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। ১৩৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৮ মার্চ থেকে। আবেদন করা যাবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। তাই আর অপেক্ষা না করে যোগ্যতার উপরে আবেদর করুন আমাাদের এখান থেকে চাকরির খবর বিস্তারিত দেখুন applyforjobs24.com
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
আবেদনের জন্য পদসমূহঃ
মহাব্যবস্থাপক,
আঞ্চলিক পরিচালক,
উপমহাব্যবস্থাপক,
সহকারী মহাব্যবস্থাপক,
ব্যবস্থাপক, উপনিয়ন্ত্রক,
উপপ্রধান প্রকৌশলী,
উপব্যবস্থাপক,
বিশেষজ্ঞ,
সহকারী প্রধান নিরীক্ষা কর্মকর্তা,
নির্বাহী প্রকৌশলী,
সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ),
সহযোগী অনুষদ সদস্য,
ডেটা অ্যানালিস্ট,
প্রযুক্তি কর্মকর্তা,
পরিকল্পনা কর্মকর্তা,
সম্প্রসারণ কর্মকর্তা,
প্রমোশন কর্মকর্তা,
প্রশাসনিক কর্মকর্তা,
গবেষণা কর্মকর্তা,
জরিপ ও তথ্য কর্মকর্তা,
হিসাবরক্ষণ কর্মকর্তা,
অডিট অফিসার,
লাইব্রেরিয়ান,
সহকারী অনুষদ সদস্য,
কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা,
ড্রাফটম্যানসহ
আরও কয়েক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।
ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত আলাদা আলাদা।
চাকরি আবেদনের বয়স
আগ্রহী প্রার্থীদের আবেদনের বয়স ৮ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
bscic Job Circular 2021
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bscic.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ৭ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা।
চাকরির বিস্তারিত বিজ্ঞপ্তিটি এখানে দেখুন
hmm..gd job
tnx…
নতুন সার্কুলার নাকি ভাইয়া
hmm..vaiya….ajkr job circular(16m march)
দৈনিক চাকরির খবর পাওয়া যায় কি এখানে..?
সকল প্রকার চাকরির খবর আপডেট পাবেন এখানে
protidinr update khobor diye thkn nki…/ daily job circulargulo ki akhane pabo..?
hmm..protidiner chakrir Khobor paben akhane..tnx