এইচএসসি ২০২২ যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

এইচএসসি ২০২২যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ: এইচএসসি এসাইনমেন্ট উত্তর ২০২২ – ৭ম সপ্তাহ – HSC Assignment For Examine 2022. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২৯/০৮/২০২১ ইং তারিখে প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান নিচে ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বিষয় ভিত্তিক প্রশ্ন ও উত্তর/সমাধান দেখুন:

এইচএসসি এসাইনমেন্ট উত্তর ২০২২ – ৭ম সপ্তাহ – HSC Assignment

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্দেশনা

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য ৭ম সপ্তাহের ইংরেজি-১ম পত্র,পদার্থবিজ্ঞান-২য় পত্র,অর্থনীতি-২য় পত্র,পৌরনীতি-২য় পত্র,যুক্তিবিদ্যা-২য় পত্র,হিসাববিজ্ঞান-২য় পত্র,খাদ্য ও পুষ্টি -২য় পত্র ।

বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে; যা এতদসঙ্গে প্রেরণ করা হলাে। ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ৩১ আগস্ট, ২০২১ খ্রি. সােমবার থেকে শুরু হবে
কোভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনপূর্বক বর্ণিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

HSC 7th Week logic Assignment Answer 2022

এইচএসসি এসাইনমেন্ট৭ম সপ্তাহ
বিষয়যুক্তিবিদ্যা ২য় পত্র অ্যাসাইনমেন্ট উত্তর
প্রকাশের তারিখ২৯-০৮-২০২১
শ্রেণিউচ্চ মাধ্যমিক/HSC
অধিদপ্তরমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর
ওয়েবসাইটwww.dshe.gov.bd
অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু৩১ আগস্ট, ২০২১ খ্রি. সােমবার থেকে শুরু হবে
এইচ এস সি ৭ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর
৭ম সপ্তাহ এসাইনমেন্ট
HSC Assignment

২০২২ সালের এইচএসসি সকল এসাইনমেন্ট ৭ম সপ্তাহ

বর্তমানে দীর্ঘ সময় যাবত স্কুল-কলেজ বন্ধ থাকায় বাংলাদেশ শিক্ষা বোর্ড অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চালু করেছে। তাই এইচএসসি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমাধান তৈরি করে তাদের স্কুলে জমা দিতে হবে। আজকের এই পোস্টের তুলে ধরা হয়েছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট উত্তর ২০২২। নিচে থেকে দেখে নিন এইচএসসি সকল এসাইনমেন্ট সমাধান।

অনেকেই আছেন যারা এখনো এইচএসসি ৭ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর খুঁজে পাননি। তাদের জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তুলে ধরা হয়েছে আজকের এই পোস্টে। এখান থেকে আপনি অতি দ্রুত আপনার এইচএসসি ৭ম সপ্তাহ এসাইনমেন্ট তৈরি করতে পারবেন। তাই নিচে থেকে দেখে নিন এইচএসসি ২০২২ এসাইনমেন্ট উত্তর।এইচএসসি ২০২২ যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর

HSC-2022-6Week-assignment-page-002
HSC-2022-7Week-assignment-page-002

বাংলাদেশ শিক্ষা বোর্ড এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের জন্য আবারও শুরু করলো অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া। ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদানের তারিখ ২৯ অগাস্ট ২০২১, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তুলে দিবে। পরবর্তী এক সপ্তাহের ভিতরে প্রত্যেক শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট সমাধান জমা দিতে হবে। তাই আমরা আপনাদের অতি দ্রুত এইচএসসি ২০২২ এর ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান পেতে সাহায্য করবো।

এইচএসসি ২০২২যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

এইচএসসি ইংরেজি এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ

এসাইনমেন্ট শিরোনামঃ যৌক্তিক বিভাগ বনাম অনুপপত্তি ব্যাখ্যা ও বিশ্লেষণ।

এইচএসসি ২০২২ যুক্তিবিদ্যা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর

শিখনফলঃ

১. যৌক্তিক বিভাগের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
২.যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি মূল্যায়ন করতে পারবে।
৩.যৌক্তিক বিভাগের নিয়মাবলি বর্ণনা করতে পারবে।
৪. যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্নজনিত অনুপপত্তিসমূহ মূল্যায়ন করতে পারবে।
৫. দ্বিকোটিক বিভাগ ব্যাখ্যা করতে পারবে।
৭. যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্নজনিত অনুপপত্তিসমূহ মূল্যায়ন করতে পারবে।
৮. যৌক্তিক বিভাগের নিয়মাবলি ব্যবহার করে অনুপপত্তিজনিত সমস্যার সমাধান বের করতে পারবে।

HSC 2022 Logic Assignment Answer 7th week

নির্দেশনাঃ

  • যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি
  • যৌক্তিক বিভাগের সংজ্ঞা।
  • যৌক্তিক বিভাগের নিয়মাবলি
  • যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি

যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতিঃ

যৌক্তিক বিভাগের প্রকৃতি (লজিক্যাল বিভাগের প্রকৃতি) :

যুক্তিবিদগণ কর্তৃক প্রদত্ত উপর্যুক্ত সংজ্ঞাসমূহের ভিত্তিতে যৌক্তিক বিভাগের প্রকৃতিকে নিম্নোক্তভাবে ব্যাখ্যা করা যায়।

১। যৌক্তিক বিভাগ কেবলমাত্র শ্রেণিবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রেই সম্ভব, কোনো একক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সম্ভব নয় । যেমন, বর্ণ অনুসারে ‘মানুষ’ শ্রেণিবাচক পদটিকে ‘শ্বেতকায়’ ও ‘অশ্বেতকায়’ এ দু’ভাগে বিভক্ত করা হলে তা হবে যৌক্তিক বিভাগ ।

২। যৌক্তিক বিভাগ হলো একটি মানসিক প্রক্রিয়া। বৈচিত্র্যময় এ বিশ্বের যাবতীয় বিষয় একই সাথে জানা বা মনে রাখা কোনো

মানুষের পক্ষেই সম্ভব নয় । এক্ষেত্রে যৌক্তিক বিভাগ একটি অপরিহার্য সহায়ক বিষয় । কিন্তু কোনো শ্রেণি বা জাতিকে ভাগ করতে হলে আমাদেরকে প্রথমে কোন্ গুণ বা সূত্রের ভিত্তিতে ভাগ করবো, তা মানসিকভাবে ঠিক করে নিতে হয় ।সুতরাং যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি হলো একটি মানসিক প্রক্রিয়া ।

যৌক্তিক-বিভাগ অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ থেকে সম্পূর্ণরূপে একটি পৃথক প্রক্রিয়া । কেননা যৌক্তিক বিভাগে বিভাজ্যশ্রেণিটি উপশ্রেণিগুলোর প্রতিটির ক্ষেত্রেই প্রযোজ্য হলেও অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয় যৌক্তিক বিভাজনের ক্ষেত্রে সব সময় একটি মাত্র নীতি বা সূত্র অনুসরণ করতে হয় ।

যুক্তিবিদ্যা ২য় পত্র ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

যৌক্তিক বিভাগ বনাম অনুপপত্তি : ব্যাখ্যা ও বিশ্লেষণ
তবে এর অর্থ এই নয় যে, কোনো একটি শ্রেণিবাচক বা জাতিবাচক পদকে সব সময় একই নীতি বা সূত্রের ভিত্তিতে বিভাজন করতে হবে। বরং এর অর্থ হলো, একই সাথে একটির অধিক নীতি অনুসরণ করা না গেলেও ভিন্ ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নীতি

অনুসরণ করা যাবে । যেমন, ‘সভ্যতা’ নীতির ভিত্তিতে ‘মানুষ’ শ্রেণিকে ‘সভ্য মানুষ’ ও ‘অসভ্য মানুষ’- এ দু’ভাগে ভাগ করা যায়।

আবার ‘নৈতিকতা’ গুণটির ভিত্তিতে ‘মানুষ’ শ্রেণিকে ‘নৈতিক মানুষ’ ও ‘অনৈতিক মানুষ’- এ দু’ভাগে ভাগ করা যায় । অর্থাৎ কোনো নির্দিষ্ট জাতি বা শ্রেণিকে কোনো নির্দিষ্ট সময়ে একটি মাত্র নিয়ম বা গুণ অনুসারে যৌক্তিক বিভাগ করা যেতে পারে ।

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সব সময় একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় বলে এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া । যৌক্তিক বিভাগ করার সময় এমন একটি গুণ অনুসরণ করতে হয় যা একটি জাতি বা শ্রেণির কিছু অংশে বিদ্যমান এবং কিছু অংশে বিদ্যমান নয়, অথবা এমন একটি নীতি বা সূত্র অনুসরণ করতে হয় যা একটি জাতি বা শ্রেণির কিছু অংশে প্রযোজ্য এবং কিছু অংশে প্রযোজ্য নয় । এ বিভাগে বিভক্তমূল, বিভাজক উপশ্রেণি ও সহ-বিভাগ এ তিনটি বিষয় বিদ্যমান । যৌক্তিক বিভাগে যে শ্রেণিবাচক পদটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ‘বিভক্তমূল’ (totum division) । আবার বিভক্তমূলকে যে বিভিন্ন উপশ্রেণি বা উপজাতিতে ভাগ করা হয় তাকে বলা হয় ‘বিভাজক উপশ্রেণি’ (dividing members)। আর যৌক্তিক বিভাগে যখন একই শ্রেণিকে বিভিন্ন মূলসূত্র অনুসারে বিভিন্ন উপশ্রেণিতে ভাগ করা হয় তখন তাকে বলা হয় ‘সহ বিভাগ’ (co-division) |

ক. অঙ্গগত বিভাগ:

কোন বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহে ভাগ করা হলে, সে ক্ষেত্রে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি ঘটবে। যেমন, কোন উদ্ভিদকে তার শাখা ‘কান্ড’ মুল ইত্যাদি অঙ্গে বিভক্ত করা হলে সে ক্ষেত্রে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি ঘটবে।

খ. গুণগত বিভাগ:

কোন বিশিষ্ট বস্তুকে তার বিভিন্ন গুণে বিভক্ত করাকে গুণগত বিভাগ বলে। যথা- কমলা লেবুকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকার ইত্যাদিতে কিংবা কাঁচকে ঘনত্ব, ভঙ্গুরতা স্বচ্ছতা ইত্যাদিতে বিভক্ত করা হলে তাকে গুণগত বিভাগ বলে। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র বিভাজ্য পদই শ্রেণীবাচক হবে না। বরং বিভক্ত পদ সমূহও শ্রেণীবাচক হবে। এ নিয়ম লঙ্ঘন কালে গুণগত বিভাগ দোষ ঘটবে।

যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন জনিত অনুপপত্তিঃ

যৌক্তিক বিভাগের এই তৃতীয় নিয়মটি লঙ্ঘন করলে যেসব অনুপপত্তি ঘটে তা হলঃ

ক. অব্যাপক বিভাগ (Too Narrow Division)

খ. অতিব্যাপক বিভাগ (Too Wide Division)

উপশ্রেণীগুলোর একত্রিত ব্যক্তর্থ বিভাজ্য শ্রেণীর ব্যক্তর্থের চেয়ে কম হলেই অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে।

অর্থাৎ আমরা যখন যৌক্তিক বিভাগ করবো তখন কোন উপশ্রেণী বাদ পড়লে এধরণের অনুপপত্তি ঘটে। যথা -ত্রিভুজকে ‘সমবাহু

’ ও ‘বিষমবাহু’ এ দুভাগে ভাগ করা হলে অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে।

কারণ এ বিভাগে সমদ্বিবাহু ত্রিভুজটি বাদ পড়েছে।

সংকর বিভাগ অনুপপত্তি বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি (Fallacy of Cross Division or Fallacy of Overlapping

Division): যৌক্তিক বিভাজন প্রক্রিয়ার চতুর্থ নিয়মটি হচ্ছে বিভাজন প্রক্রিয়ায় বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে

। কিন্তু এ নিয়মটি লঙ্ঘন করে যদি কোনো শ্রেণিবাচক পদকে এমন ভাবে ভাগ করা হয় যে একটি উপশ্রেণি অন্যটির সাথে মিশে

যায়, তহলে এতে যে অনুপপত্তি ঘটে তাকে সংকর বিভাগ অনুপপত্তি বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি (Fallacy of Cross

Division or Fallacy of Overlapping Division) বলে । যেমন, যদি ‘ত্রিভুজ’ শ্রেণিকে ভাগ করতে গিয়ে ‘বাহু’, ‘কোণ’ এ দু’টি

নীতিকে বিভাগের সূত্র হিসেবে গ্রহণ করে বিভিন্ন উপজাতিতে ভাগ করা হয় তাহলে এক্ষেত্রে সংকর বিভাগ অনুপপত্তি বা

পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটবে। কারণ যে ত্রিভুজটি ‘সমকোণী’ তা ‘বিষমবাহু’ বা ‘সমবাহু’-ও হতে পারে । অর্থাৎ একটি উপশ্রেণি অন্যটির সাথে মিশে যেতে পারে ।

যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করলে নিম্নোক্ত অনুপপত্তি ঘটে :

(ক) অঙ্গগত বিভাগ অনুপপত্তি (Fallacy of Physical Division) : বিভাজন প্রক্রিয়ায় যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে এর

বিভিন্ন অংশে ভাগ করা হয় তখন এক্ষেত্রে বিভাজ্য পদটির নাম বিভাজিত অংশসমূহের কোনোটির ওপর প্রযোজ্য হয় না।

এমতাবস্থায় যে অনুপপত্তির সৃষ্টি হয় তাকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি (Fallacy of physical division) বলে । যেমন, একটি গাছকে এর মূল, কান্ড, শাখা ইত্যাদি অংশে ভাগ করা ।

(খ) গুণগত বিভাগ অনুপপত্তি (Fallacy of Metaphysical Division) : বিভাজন প্রক্রিয়ায় যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে

এর বিভিন্ন গুণের ভিত্তিতে ভাগ করা হয় তখন এক্ষেত্রে বিভাজ্য পদটির নাম বিভাজিত গুণসমূহের কোনোটির ওপর প্রযোজ্য হয়

না । এমতাবস্থায় যে অনুপপত্তির সৃষ্টি হয় তাকে গুণগত বিভাগ অনুপপত্তি (Fallacy of Metaphysical Division) বলে । যেমন, একটি আপেলকে এর বিভিন্ন রং, আকার, গন্ধ, স্বাদ ইত্যাদি গুণে ভাগ করা ।

এইচএসসি বিএম সকল এসাইনমেন্ট উত্তর ৪র্থ সপ্তাহ

প্রিয় এইচএসসি ২০২১ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ৪র্থ সপ্তাহর এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে৷ নিচে ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক দেওয়া হলো ভালো করে দেখে নিন।

সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয়উত্তর/সমাধান লিংক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১উত্তর লিংক
হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১উত্তর লিংক
হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২উত্তর লিংক
মার্কেটিং নীতি ও প্রয়োগ-২উত্তর লিংক

এইচএসসি বিএম ৫ম সপ্তাহ সকল এসাইনমেন্ট উত্তর

প্রিয় এইচএসসি ২০২১ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ৫ম সপ্তাহর এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে৷ নিচে ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক দেওয়া হলো ভালো করে দেখে নিন।

সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয়উত্তর/সমাধান লিংক
হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১উত্তর লিংক
কম্পিউটার অফিস এপ্লিকেশন-১উত্তর লিংক
HSC BM এইচএসসি বিএম এ্যাসাইনমেন্ট

৬ষ্ঠ সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর

২০২২ এইচএসসি ৭ম সপ্তাহ সকল এসাইনমেন্ট উত্তর

৭ম সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয়উত্তর/সমাধান লিংক
ইংরেজি-১ম পত্র উত্তর লিংক
পদার্থবিজ্ঞান-২য় পত্র উত্তর লিংক
অর্থনীতি-২য় পত্র উত্তর লিংক
পৌরনীতি-২য় পত্র উত্তর লিংক
যুক্তিবিদ্যা-২য় পত্র উত্তর লিংক
হিসাববিজ্ঞান-২য় পত্র উত্তর লিংক
খাদ্য ও পুষ্টি -২য় পত্র উত্তর লিংক

সারসংক্ষেপ

About ApplyForJob

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ মডেল টেষ্ট pdf (উত্তর সহ) …

10 comments

  1. Pingback: এইচএসসি ২০২২ ইংরেজি এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ - ApplyForJobs24

  2. Pingback: এইচএসসি ২০২২ হিসাববিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ - ApplyForJobs24

  3. Pingback: এইচএসসি ২০২২ পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৭ম সপ্তাহ - ApplyForJobs24

  4. Pingback: এইচএসসি ২০২২ সমাজকর্ম এসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

  5. Pingback: এইচএসসি ২০২২ সমাজবিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

  6. Pingback: এইচএসসি ২০২২ ভূগোল এসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

  7. Pingback: এইচএসসি ২০২২ জীববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

  8. Pingback: এইচএসসি ২০২২ ফিন্যান্স ব্যাংকিংএসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

  9. Pingback: এইচএসসি ২০২২ গৃহকর্ম ও ব্যবস্থাপনা এসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

  10. Pingback: এইচএসসি ২০২২ বাংলা এসাইনমেন্ট উত্তর ৮ম সপ্তাহ - ApplyForJobs24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *